Salman Rushdie: খ্যাতনামা সাহিত্যিক সলমন রুশদির বাড়িতে হামলা, বাড়ানো হল নিরাপত্তা

।। প্রথম কলকাতা ।।

Salman Rushdie: এবার পরিচিতদের নিশানায় সলমন রুশদি। বৃহস্পতিবার হামলা হয়েছে বিতর্কিত সাহিত্যিকের বাড়িতে। ‘সংবাদ প্রতিদিন’-এ প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, হিমাচল প্রদেশের ‘আনিস ভিলায়’ হামলা চালিয়েছে বেশ কয়েকজন দুষ্কৃতী। তবে তারা কেউ অপরিচিত নয়। হয়েছে ভাংচুরও। এমনকি বাসভবনের দারোয়ানকে খুনের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে।

রিপোর্ট অনুযায়ী, পুলিশের কাছে ইতিমধ্যেই অভিযোগ জানিয়েছে প্রতিবেশীরা। বাড়ানো হয়েছে বাসভবনের নিরাপত্তা। প্রসঙ্গে বাসভবনের যিনি দেখভাল করেন তিনি জানিয়েছেন, ‘রুশদির পারিবারিক বন্ধু রানি শংকরদাস, অনিরুদ্ধ শংকরদাস ও গোবিন্দ রাম বাড়িতে এসেছিলেন এদিন। হঠাৎই গোবিন্দ রাম হাতুড়ি নিয়ে দরজা ভাঙেন। আটকাতে গেলে মারধর করেন এবং খুনের হুমকি দেন’। এই মুহূর্তে পুলিশ গোটা বিষয়টির তদন্ত করছে। এর আগে অগাস্টের ১২ তারিখ মার্কিন মুলুকে বক্তব্য রাখতে গিয়ে ছুরিবিদ্ধ হয়েছেন সলমন রুশদি। সেই হামলায় এক চোখের দৃষ্টি হারিয়েছেন তিনি। উল্লেখ্য, নিউইয়র্কের চাউটাউকুয়া ইনস্টিটিউশনে ভাষণ দিতে গিয়ে, তাঁর উপর ছুরি দিয়ে হামলা চালায় এক ব্যক্তি।

এমনকি তাঁকে কিল-চড়ও মারে ওই হামলাকারী। যদিও তাঁকে সেখানে উপস্থিত নিরাপত্তারক্ষীরা ধরেছিলেন। তবে ওই হামলার পর ভেন্টিলেশনে ছিলেন রুশদি। এদিকে এদিন হিমাচলের সোলানের ফরেস্ট রোডে সাহিত্যিকের ‘আনিস ভিলা’য় হামলা করেছেন তাঁর পরিচিতরাই। উত্তরাধিকার সূত্রে বাংলোর মালিকানা পেয়েছেন রুশদি। কিন্তু পরিচিতরাই তাঁকে আঘাত করার চেষ্টা করলে, গোটা বিষয়টি নিয়ে এক সংশয় তৈরি হয়েছে। তদন্ত জারি রয়েছে পুলিশের।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version