CV Ananda Bose: ফেব্রুয়ারির শুরুতে উত্তরবঙ্গে রাজ্যপাল, ঘুরে দেখবেন নিজের পুরনো কর্মস্থল ?

।। প্রথম কলকাতা ।।

CV Ananda Bose: ২০২২ সালের শেষের দিকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে স্থায়ীভাবে নিযুক্ত করা হয় সিভি আনন্দ বোসকে (CV Ananda Bose)। তাঁর জায়গায় আগে ছিলেন জগদীপ ধনখড়। তবে তিনি উপরাষ্ট্রপতি হওয়ার কারণে বাংলার রাজ্যপালের দায়িত্ব অস্থায়ীভাবে সামলেছিলেন লা গণেশন। পরবর্তীতে সেই আসনে দায়িত্ব গ্রহণ করেন সিভি আনন্দ বোস। ফেব্রুয়ারির শুরুতেই রাজ্যপাল তিন দিনের জন্য উত্তরবঙ্গ (North Bengal) সফরে গিয়েছেন। শিলিগুড়ি সহ আরো বেশ কয়েকটি জায়গা তিনি পরিদর্শন করবেন বলেই জানা গিয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, গতকাল সন্ধ্যায় কলকাতা থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেনে এনজেপি স্টেশনের (NJP Station) উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন রাজ্যপাল (Governor)। বৃহস্পতিবার সকালে এনজেপি স্টেশনে পৌঁছানোর পর সেখান থেকে সড়ক পথে শিলিগুড়ির স্টেট গেস্ট হাউসে যান তিনি। সেখানেই তাঁর থাকার বন্দোবস্ত করা হয়েছে। এই তিন দিনের সফরে শুধুমাত্র শিলিগুড়ি নয়, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতেও যাওয়ার কথা রয়েছে রাজ্যপালের। তিনি ৪ ফেব্রুয়ারি কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ কনভোকেশনে যোগ দেবেন এমনটাই জানা গিয়েছে। এছাড়াও মাঝের দিনগুলিতে একাধিক কর্মসূচি হাতে নিয়ে এসেছেন তিনি।

তিন দিনের সফরের প্রথম দিনই তিনি ফুলবাড়িতে ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করবেন, এমনটাই মিলেছে খবর। জলপাইগুড়ি (Jalpaiguri) তাঁর পূর্ব পরিচিত কারণ একসময় জলপাইগুড়িতেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI Jalpaiguri) প্রধান শাখার গুরুদায়িত্ব সামলে ছিলেন বর্তমান বাংলার রাজ্যপাল। এসবিআই জলপাইগুড়ির প্রধান শাখার চিফ ম্যানেজার দীপক কুমার সিংয়ের তরফ থেকে জানানো হয়, রাজ্যপাল সিভি আনন্দ বোস ১৯৭৭ সালে খুব অল্প সময়ের জন্যেই জলপাইগুড়ির এসবিআই এর প্রধান শাখায় চিফ ম্যানেজার হিসেবে নিযুক্ত হয়েছিলেন।

জলপাইগুড়ি সফরে এলে রাজ্যপাল তাঁর পুরনো কর্মস্থল একবার ঘুরে দেখতে পারেন এমনটাই সম্ভাবনা রয়েছে। যদিও এই বিষয়ে প্রশাসনের তরফ থেকে কোন সীলমোহর দেওয়া হয়নি। উল্লেখ্য, বাংলার রাজ্যপালের পদে দায়িত্ব গ্রহণ করার পর বিভিন্ন বিষয় নিয়ে রাজ্যপাল চর্চায় থেকেছেন। তিনি প্রথম থেকেই বাংলাকে নিজের দ্বিতীয় বাড়ি হিসেবে চিহ্নিত করেন। আর বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা জ্ঞাপন করেছেন বারবার। সরস্বতী পুজোয় বাংলা অক্ষর জ্ঞানের জন্য হাতে খড়ি দেওয়া থেকে শুরু করে দক্ষিণেশ্বরে সপরিবারে পুজো দিতেও দেখা গিয়েছে রাজ্যপালকে। তবে এবার কাজের সূত্রেই তিনদিনের উত্তরবঙ্গ সফর তাঁর টু ডু লিস্টে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version