Weather Update: বেলা বাড়লেই চড়ছে পারদ, বসন্তে কি এবার বৃষ্টি! কী জানাচ্ছে হাওয়া অফিস ?

।। প্রথম কলকাতা ।।

Weather Updat: বসন্ত এসেছে বা বসন্ত চলছে সেটা বোঝার জন্য সকাল-বিকাল কোকিলের ডাক শোনাও অত্যন্ত জরুরী হয়ে দাঁড়িয়েছে। এখনও ফেব্রুয়ারি মাস শেষ হয়নি। তবে রাজ্যে ক্রমশ তাপমাত্রা বাড়তে শুরু করেছে। তাতে মনে প্রশ্ন উঠতেই পারে তাহলে কি বসন্ত আসতে না আসতেই চলে গেল। কারণ ভোরের দিকে হালকা ঠান্ডা অনুভূত হলেও বেলা বাড়তেই রোদের দাপট বাড়ছে। রীতিমতো দুপুর নামলে গরমে হাঁসফাঁস করছেন বহু মানুষ। কোন কোন বাড়িতে পাখার ধুলো ঝাড়াও শুরু হয়ে গিয়েছে। তাই রাজ্যবাসীদের একাংশ মনে করছেন, এবার হয়তো বৃষ্টিটাও (Rain) হতে পারে। কিন্তু আবহাওয়া দফতর অন্য খবর শোনাচ্ছে।

পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বর্তমানে বৃষ্টির কোনোরকম সম্ভাবনা নেই। কিন্তু উত্তরবঙ্গের (North Bengal) আবহাওয়ার বদল দেখা যেতে পারে। সেখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর (Weather Office)। আর দক্ষিণবঙ্গের ভাগ্যে হু হু করে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা প্রকাশ। রবিবার ছুটির দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে আর সর্বনিম্ন থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রার পরিবর্তন আগামী কয়েক দিনের খুব একটা দেখা যাবে না বলেই জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে।

উত্তরবঙ্গের কালিম্পং এবং দার্জিলিং এই দুই জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাপমাত্রা সেখানে তেমন অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করবে না, বলেই মনে করছে আবহাওয়াবিদরা । পশ্চিমবঙ্গে ধীরে ধীরে গরম বাড়তে শুরু করলেও বৃষ্টি এখনই আসছে না। কিন্তু অন্যদিকে বাংলাদেশের উপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। সেই ঘূর্ণাবর্তের প্রভাব কিছুটা পড়তে পারে পশ্চিমবঙ্গে। এছাড়াও আরএমসি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ১ মার্চ কলকাতার তাপমাত্রা গিয়ে দাঁড়াবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসে। আর তারপর ৪ মার্চ পর্যন্ত লাগাতার বাড়তে থাকবে এই তাপমাত্রার পরিমাণ। মার্চ মাসের মাঝামাঝি সময়ে সেটি প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি কিংবা তার আশেপাশে থাকতে পারে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version