North Sikkim Accident: উত্তর সিকিমে দুর্ঘটনার কবলে আর্মি ট্রাক, মৃত ১৬, জখম ৪

।। প্রথম কলকাতা ।।

North Sikkim Accident: ভয়াবহ দুর্ঘটনা উত্তর সিকিমের লাচেনে। শুক্রবার জেমা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় আর্মিদের একটি ট্রাক। মৃত্যু হয়েছে ট্রাকে থাকা ১৬ জন জওয়ানের। গুরুতর জখম ৪। এই মুহূর্তে উদ্ধারকার্য জারি রয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, খারাপ আবহাওয়ার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে।

‘এই সময়’-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, জওয়ানদের তিনটি গাড়ির একটি কনভয় চাত্তেন থেকে থাঙ্কু যাচ্ছিল। আর সেই সময় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর্মিদের তিনটি গাড়ির মধ্যে একটি এবং পিছলে পড়ে যায় খাদে। গুরুতর জখম অবস্থা চারজনকে ভর্তি করা হয়েছে নিকটবর্তী হাসপাতালে। এয়ারলিফ্ট করে তাঁদেরকে উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে মৃতদের মধ্যে তিনজন জুনিয়র কমিশন অফিসার ছিলেন ও বাকি ১৩ জন জওয়ান। গাড়িটিতে মোট ২০ জন ছিলেন। গোটা ঘটনায় শোকপ্রকাশ করেছে ভারতীয় সেনা (Indian Army)।

দুর্ঘটনায় শোকপ্রকাশ করে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) ট্যুইটে লিখেছেন, ‘উত্তর সিকিমে ভয়াবহ দুর্ঘটনায় আমরা ১৬ জন জওয়ানকে হারিয়েছি। আমি শোকাহত। অমর জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাই। তাঁদের পরিবারের প্রতি রইল সমবেদনা’।এদিকে দুর্ঘটনা নিয়ে চুংথাং সাফ ডিভিশনার পুলিশ অফিসার অরুণ থাটাল বলেছেন, ২০ জন জওয়ানকে নিয়ে তিনটি গাড়ির একটি কনভয় সেনা ছাউনির দিকে এগোচ্ছিল। আচমকাই জেমা ৩ অঞ্চলের কাছে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, আর বাঁক নিতে গিয়ে পড়ে যায় খাদে। মৃতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। পোস্টমর্টেম শেষে দেহগুলি ভারতীয় সেনার হাতে তুলে দেওয়া হবে।

 

এই মুহূর্তে মৃতদেহগুলি গ্যাংটকের STNM হাসপাতালে রাখা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, লাচেন থেকে আরও সেনা এবং উদ্ধারকারী দলকে পাঠানো হয়েছে। খবর জানাজানি হতেই সোশ্যাল মিডিয়ায় দুর্ঘটনার একাধিক ছবি ছেয়ে গিয়েছে। আর যে ছবিগুলি সামনে এসেছে, তা দেখে বোঝা যাচ্ছে ঘটনাটা কতটা ভয়াবহ ছিল।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version