।। প্রথম কলকাতা ।।
Arijit Singh: কিছুদিন আগেই কলকাতায় শো করেছেন। তার রেশ কাটতে না কাটতেই আবার শোনা যাচ্ছে ফের অনুরাগীদের খুশি করতে রাজ্যে আসছেন শিল্পী। চলতি মাসের ১৮ তারিখ অ্যাকোয়াটিকায় মানুষের উপচে পড়া ভিড় নজরে এসেছে, কারণটা অরিজিৎ সিং (Arijit Singh)। তাঁর জনপ্রিয়তা যে কতটা,ঋ তা বোঝা গিয়েছিল ওই দিন। জানা যাচ্ছে, এবার উত্তরবঙ্গে পা রাখতে চলেছেন গায়ক। কিন্তু উত্তরবঙ্গের কোথায় আসছেন তিনি? কবে হতে চলেছে কনসার্ট?
‘আনন্দবাজার অনলাইন’-এ প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে অরিজিৎ-এর কনসার্ট। প্রথমে শোনা গিয়েছিল, ১ এপ্রিল হবে শো। কিন্তু পরে তা পিছিয়ে ২ এপ্রিল করা হয়েছে। এই প্রথমবার উত্তরবঙ্গে শো করতে চলেছেন গায়ক। তাই কনসার্ট (Arijit Singh Concert) দেখতে কত টাকা ব্যয় করতে হবে অনুরাগীদের? কলকাতায় (Kolkata) তাঁর কনসার্টে টিকিটের হায়েস্ট প্রাইস ছিল ৮০ হাজার টাকা। শিলিগুড়ির এই কনসার্টে টিকিটের মূল্য কত?
প্রসঙ্গে সংবাদমাধ্যমকে শোয়ের উদ্যোক্তারা জানিয়েছেন, শিলিগুড়ির এই শোতে দার্জিলিং, সিকিম সব জায়গা থেকেই আসবেন দর্শকরা। কনসার্টকে ঘিরে দর্শকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গিয়েছে। এই প্রথম উত্তরবঙ্গে তাঁর শো, তাই সকলের মনে এক আলাদাই উত্তেজনা রয়েছে। স্টেডিয়ামে আসন সংখ্যা প্রায় ২০ হাজার। এখানে টিকিটের দাম শুরু দেড় হাজার থেকে। হায়েস্ট প্রাইস রাখা হয়েছে ৪৯ হাজার। এমনিতে কলকাতায় শো হওয়ার পর অনুরাগীদের কাছে ক্ষমা চেয়েছেন অরিজিৎ। সেখানে ব্যবস্থায় কিছু গাফিলতি থাকায়, তা নিয়ে শহরবাসীর কাছে ক্ষমাপ্রার্থী তিনি। শিলিগুড়িতেও সেরকম অভিজ্ঞতা হবে কি না, প্রশ্নের জবাবে উদ্যোক্তারা জানিয়েছেন, আশা করা যায় হবে না। যার কারণে ব্যবস্থাপনার দিকে বাড়তি নজর দেওয়া হচ্ছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম