Air Conditioner: গরম পড়তেই হঠাৎ এসি চালাচ্ছেন? লুকিয়ে ভয়ঙ্কর বিপদ, হতে পারে বিষ্ফোরণ!

।। প্রথম কলকাতা ।।

Air Conditioner: শীত (Winter) শেষ হতেই গরমের আবহ। অনেকেই গরমের অস্বস্তি থেকে বাঁচতে বাড়িতে এসি চালাচ্ছেন। শীত মানেই বেশ কয়েক মাস টানা এসি বন্ধ থাকা। তারপর হঠাৎ করে এসি (Air Conditioner) চালানোর পর ঘটে যেতে পারে ভয়ঙ্কর বিপদ (Danger)। আপনার বাড়িতে থাকা এসিটি হয়ত মাত্র কয়েক বছর হল কিনেছেন। কিন্তু সেক্ষেত্রেও রিস্ক (Risk) রয়েছে। যদি তা ভালো ব্যান্ডের কিংবা ভালো গুণমানের এসি না হয় তাহলে মুশকিল। টানা দীর্ঘ কয়েক মাস এসি বন্ধ থাকার পর হঠাৎ করে চালালে বহু বিপদের আশঙ্কা রয়েছে। গরমের শুরুতেই এসি ব্যবহারের ক্ষেত্রে কোন কোন সতর্কতা নেওয়া জরুরি, একটু জেনে নিন।

(১) এসির মধ্যে নানান বৈদ্যুতিক তার থাকে। বহুদিন বন্ধ থাকার পর তার আলগা হয়ে থাকতে পারে। তাই চালানোর আগে ভালোভাবে চেক করে নেবেন। যদি কোন তার আলাদা থাকে সেক্ষেত্রে মারাত্মক বিপদ ঘটতে পারে।

(২) টানা দীর্ঘ কয়েক মাস এসি বন্ধ থাকার পর হঠাৎ করে একটানা অনেকক্ষণ চালিয়ে রাখবেন না। এর ফলে যন্ত্রটির উপর অতিরিক্ত চাপ পড়বে। এর থেকে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই কয়েকদিন বারংবার বিরতি দিয়ে এসি চালান।

(৩) অনেক সময় এসি পুরনো হয়ে গেলে বা নিম্নমানের যন্ত্র ব্যবহার করলে বহুদিন বন্ধ থাকার পর যন্ত্রগুলির বিকল হয়ে যায়। তখন আর স্বাভাবিক ভাবে কাজ করে না। আপনি যদি ঘর ঠান্ডা করতে অনেকক্ষণ ধরে এসি চালিয়ে রাখেন তাহলে যন্ত্রের উপর অতিরিক্ত চাপ পড়তে পারে।

(৪) বেশিরভাগ ক্ষেত্রে এসিতে আগুন লাগা বা বিস্ফোরণ ঘটার ঘটনাগুলি ঘটে এসির গ্যাস লিক হওয়ার কারণে। বহুদিন ধরে বন্ধ থাকার পর যখন এসি চালাবেন তখন ভালো ভাবে চেক করে নেবেন গ্যাস লিক হচ্ছে কিনা।

(৫) যেহেতু দীর্ঘ কয়েক মাস এসি বন্ধ রয়েছে। তাই এসি মেশিনে কিংবা ফিল্টারে ধুলো, নোংরা জমতে পারে। তখন সহজে মেশিন ঠান্ডা হতে চাইবে না। পাশাপাশি খারাপ হয়ে যেতে পারে যন্ত্রের কম্প্রেসার।

(৬) শীত শেষে গরম শুরুর সময় এসি চালু করার আগে টেকনিশিয়ান ডেকে একবার দেখিয়ে নেওয়া উচিত। অনেক সময় যন্ত্রটি জ্যাম হয়ে থাকলেও বাইরে থেকে দেখে বোঝা যায় না। এমত পরিস্থিতিতে অনেকক্ষণ এসে চললে বিস্ফোরণ ঘটতে পারে।

(৭) এসি থেকে দুর্ঘটনার অন্যতম কারণ রক্ষণাবেক্ষণের অভাব। যার কারণে এসিতে আগুন ধরে যেতে পারে বা এসির গ্যাসে আগুন লেগে তার পুরো ঘরে ছড়িয়ে পড়তে পারে। দুর্ঘটনা এড়াতে পেশাদারদের মাধ্যমে মাঝেমধ্যে এসি সার্ভিসিং করাবেন।

(৮) ঘরের আকার অনুযায়ী সঠিক মাত্রার এসি নেবেন। দীর্ঘ সময় একটানা এসি না চালিয়ে মাঝে মাঝে বিরতি দেওয়া উচিত। এসি কেনার সময় খেয়াল রাখবেন তা যেন নির্ভরযোগ্য ব্রান্ডের হয়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version