।।প্রথম কলকাতা।।
Wedding tatta decoration: বাঙালি বিয়ের মধ্যে সবথেকে আকর্ষণীয় হয় তত্ত্ব। সময়ের সঙ্গে বিয়ের জাঁকজমক রীতিনীতি বদলালেও এখনও বহাল রয়েছে বাঙালির এই বিয়ের তত্ত্ব সংস্কৃতি। গায়ে হলুদের পরেই বরপক্ষ কনে পক্ষের মধ্যে চলে তত্ত্ব বিনিময়।বিয়েতে তত্ত্ব একটি বিশেষ ভূমিকা রাখে। বর কনে উভয় পক্ষের বাড়ি থেকে তত্ত্ব পাঠানো হয়। তাই সকলেই নজর থাকে কোন পক্ষের তত্ত্ব বেশি সুন্দর। তবে তত্ত্ব সাজানো কিন্তু মোটেই সহজ কাজ নয়। এর মধ্যে থেকেই প্রকাশ পায় আপনি কতটা সৃজনশীল। তত্ত্ব কার জন্য কি কি সাজাবেন তার জন্য প্রথমে একটি তালিকা তৈরি করতে হবে। এক্ষেত্রে সুন্দর ফর্দ পালকি বা বর কনে পুতুল সাজিয়ে সেখানে লিখতে পারেন কোনটা কার জন্য। সেই তালিকা অনুযায়ী সাজাতে পারেন নাম বা নম্বর।
তত্ত্বের নানান রকম জিনিসপত্র যেমন শাড়ি জামা কাপড় মিষ্টির ফুল অন্যান্য খাবারদাবার জুতো কসমেটিক ইত্যাদি আলাদা আলাদা ডালায় সাজাবেন। কনের যদি বিশেষ কিছু ভালো লাগা বা শখ থাকে যেমন বই পড়া, নাচ, গান, গিটার বাজানো ইত্যাদি তাহলে সেই সরঞ্জামগুলো আলাদা একটি ডালায় সুন্দর করে সাজান। ফল তত্ত্বে রাখলে তার জন্য সুন্দর ঝুড়িতে সাজাতে পারেন। এছাড়াও চকলেট চিঁড়ে ভাজা ,চিপস, ঝুরিভাজা ইত্যাদি দিয়ে তত্ত্বের একটা ডালা সাজানো যেতে পারেন। এছাড়াও তত্ত্বে ড্রাই ফুটসের ডালা রাখলে তা ট্রান্সপারেন্ট সুন্দর র্যাপারে মুড়ে উজ্জ্বল রিবন দিয়ে বেঁধে দিতে পারেন।
তবে বাড়ির লোকেরা বলে থাকেন সবাই মিলে হই হই করে আনন্দ করতে করতে তত্ত্ব সাজাবে সেটাই তো অনেক বেশি মজার। তবে পরিস্থিতি সবসময় এই ব্যাপারে সহায়ক হয় না। এখন আর একান্নবর্তী পরিবারের চল নেই। পরিবার এখন শুধু বাবা-মার সন্তানের মধ্যে সীমাবদ্ধ। আত্মীয়-স্বজনরা বিয়ের সময় একত্রিত হন ঠিকই কিন্তু অতিথির মতো। তাই তাদের হাতে সব দায়িত্ব দিয়ে নিশ্চিন্তে হাত-পা গুটিয়ে বসে থাকা যায় না। বর্তমানে পেশাদার ভাবে তত্ত্ব সাজান অনেকেই। লোকবল না থাকায় অনেকেই এটা করে থাকেন। বিয়ের মরশুমে অনেকেই বিয়ের তত্ত্ব সাজানোর অর্ডার ধরেন। অনেক স্বনির্ভর গোষ্ঠী বিয়ের তত্ত্ব সাজানোর কাজ শেখায়। আবার আজকাল অনলাইনে বিয়ের তত্ত্ব সাজানোর কাজ অনায়াসে শিখে নিতে পারেন। শীতকালে বিয়ের সময় বিয়ের তত্ত্ব সাজানোর অর্ডার ধরে ভালো টাকা উপার্জন করতে পারেন। তবে শুধু মহিলারা কেন পুরুষেরা এই ব্যবসায় নামতে পারেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম