LIC Policy: আপনি কি LIC পলিসি হোল্ডার ? মাত্র ৩-৫ দিনের মধ্যে সহজেই পেতে পারেন লোন

।। প্রথম কলকাতা।।

LIC Policy: দেশের বেশিরভাগ মানুষ এখনও পর্যন্ত চোখ বন্ধ করে এলআইসি এর ওপর ভরসা করেন। বেসরকারি বিমা কোম্পানিগুলির মধ্যে নিজের আলাদাই পরিচয় তৈরি করেছে এই এলআইসি । তবে জানেন কি শুধুমাত্র বিমা নয় এই কোম্পানির মাধ্যমে আপনার প্রয়োজনে খুব সহজেই আপনি নিতে পারবেন ঋণ । অনলাইন হোক কিংবা অফলাইন উভয় ভাবেই ঋণের জন্য আবেদন জানাতে পারবেন আপনি। তবে শর্ত একটাই। আপনাকে হতে হবে এলআইসি পলিসি হোল্ডার।

এলআইসি পলিসির মাধ্যমে ঋণ নেওয়ার জন্য যোগ্যতার মানদন্ড ঠিক কী ?

কোম্পানির নির্দেশিকায় থাকা তথ্য অনুযায়ী যেকোনো এলআইসি পলিসি হোল্ডার নিজের ব্যক্তিগত প্রয়োজনে ঋণ নিতে পারেন বিমা কোম্পানি থেকে। সেক্ষেত্রে অবশ্যই কিছু শর্ত রয়েছে। যেমন –

১. আপনি যদি এলআইসি পলিসি হোল্ডার হন তবে বিমা কোম্পানি আপনাকে লোন দেবে। কিন্তু তার জন্য সেই পলিসিতে অন্তত তিনটি প্রিমিয়াম আপনাকে দিতে হবে।

২. আপনার পলিসির নথি গুলি গ্যারান্টি হিসেবে রাখা হবে।

৩. যদি কোন কারনে বিমা কোম্পানি থেকে নেওয়া লোন আপনি পরিশোধ না করতে পারেন তাহলে যখন আপনার পলিসির মেয়াদ পূর্তি হবে সেই ম্যাচুরিটি থেকে কেটে নেওয়া হবে ঋণের টাকা।

৪. এলআইসির নিয়ম অনুযায়ী, একজন পলিসি হোল্ডার তাঁর স্যারেন্ডার মূল্যের ৯০% পর্যন্ত ঋণ পেতে পারেন।

৫. নির্ধারিত সময়ের মধ্যে পলিসির বিনিময়ে নেওয়া যদি আপনি পরিশোধ করে দিতে পারেন তাহলে আপনার পলিসির মেয়াদ পূর্তিতে এলআইসি তরফ থেকে আপনাকে সম্পূর্ণ অর্থ দিয়ে দেওয়া হবে।

কী করতে হবে ঋণ পাওয়ার জন্য ?

১. অনলাইন কিংবা অফলাইন উভয় ক্ষেত্রেই আপনি আবেদন করতে পারেন ঋণের জন্য । তবে অনলাইন প্রক্রিয়াটি অত্যন্ত সহজ।

২. আপনাকে সর্বপ্রথম এলআইসির পরিষেবা পোর্টালে যেতে হবে এবং নিজের নাম রেজিস্টার করতে হবে। তারপর লগইন করতে হবে নিজের অ্যাকাউন্টে।

৩. সেখানে ঋণের জন্য আবেদন করতে হবে। আর তারপর জমা দিতে হবে আপনার সমস্ত কেওয়াইসি নথি।
৪. সেই নথি গুলি পাঠাতে হবে এলআইসি অফিসে। সেখান থেকে তিন থেকে পাঁচদিনের মধ্যেই নথি গুলি খতিয়ে দেখে আপনার ঋণ অনুমোদন করা হবে। আপনার নির্দিষ্ট অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে লোনের টাকা।

৫. অফলাইনে ঋণের আবেদন করতে চাইলে সরাসরি এলআইসি অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে পলিসি হোল্ডারকে।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version