Medhashree : রাজ্যের শিক্ষার্থীদের জন্য আরও এক নয়া প্রকল্প, ‘মেধাশ্রী’র সুবিধা পাবেন কারা ?

।। প্রথম কলকাতা।।

Medhashree : জনকল্যাণের স্বার্থে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee) একাধিক প্রকল্পের সূচনা করেছেন। তার মধ্যে শিক্ষাবৃত্তি মূলক একাধিক প্রকল্প রয়েছে। সেই প্রকল্পগুলির তালিকায় এবার আরও একটি নতুন প্রকল্প জুড়লেন তিনি। গত বৃহস্পতিবার আলিপুরদুয়ারের একটি সভা থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন ওবিসি অর্থাৎ রাজ্যের অন্যান্য অনগ্রসর শ্রেণীর পড়ুয়ারা নতুন প্রকল্পের সুবিধা পেতে চলেছেন। যার নাম দেওয়া হয়েছে মেধাশ্রী ( Medhashree) । যদিও কেন্দ্র সরকারের তরফ থেকে ওবিসি পড়ুয়াদের জন্য বৃত্তি দেওয়ার ব্যবস্থা ছিল। কিন্তু তা বন্ধ করার ফলে এই সিদ্ধান্ত রাজ্যের।

কারা পাবেন মেধাশ্রী ?

রাজ্যের ওবিসি ( OBC) ক্যাটাগরীর ভুক্ত ছাত্র-ছাত্রীরা পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এই বৃত্তি পাবেন। সরকারি তথ্য অনুযায়ী , প্রতিবছর আনুমানিক ২ লক্ষ ৬৩ হাজার পড়ুয়া এই প্রাক প্রাথমিক বৃত্তি পেতে চলেছেন ।

কত টাকা বৃত্তি মিলবে ?

আলিপুরদুয়ারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে, মেধাশ্রী প্রকল্পে ওবিসি ক্যাটাগরির পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীরা প্রত্যেক বছর ৮০০ টাকা করে বৃত্তি পাবেন।

ওবিসির জন্য কত শতাংশ সংরক্ষণ রয়েছে রাজ্যে ?

সেদিনের সভামঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, বাংলায় ওবিসি ক্যাটাগরীর জন্য সংরক্ষণ রয়েছে ১৭ শতাংশ। তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতায় আসার পরে এই সংরক্ষণ করা হয়েছে। তবে জেনারেল কাস্টদের কোটা নিয়ে ওবিসির জন্য সংরক্ষণ করা হয়নি। তাদের জন্য আলাদা প্রজেক্ট ছিল এবং আগাগোড়াই তাঁরা কেন্দ্র সরকারের তরফ থেকে স্কলারশিপ পেত । এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বর্তমানে কেন্দ্র সরকার সেই বৃত্তি দেওয়া বন্ধ করার ফলে দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছে রাজ্য।

রাজ্যের শিক্ষামূলক অন্যান্য প্রকল্প

ইতিমধ্যেই রাজ্যের কন্যা সন্তানদের শিক্ষা ক্ষেত্রে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ জুগিয়েছে কন্যাশ্রী প্রকল্প। সংখ্যালঘু সম্প্রদায়ের যে সকল পড়ুয়ারা রয়েছেন তাদের জন্য রাজ্যের তরফ থেকে দেওয়া হয় ঐক্যশ্রী বৃত্তি। এছাড়াও তপশিলি তালিকাভুক্ত পড়ুয়াদের জন্য রয়েছে শিক্ষাশ্রী । এবার পড়ুয়াদের সুবিধার জন্য আরও একটি প্রকল্প যুক্ত হতে চলেছে এই তালিকায় । এছাড়াও রাজ্য সরকারের মস্তিষ্কপ্রসূত আরও একাধিক প্রকল্প রয়েছে যার সুবিধা ভোগ করছেন রাজ্যবাসী।

Exit mobile version