Weather update: আর কয়েক ঘন্টা পর ঝেঁপে বৃষ্টি! আবহাওয়ার বড় খবর

।। প্রথম কলকাতা ।।

 

Weather update: আর কয়েক ঘন্টার মধ্যে ঝেঁপে বৃষ্টি কলকাতায়। গরম যেন আর সহ্যই করা যাচ্ছে না। তবে স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দফতর। সঙ্গে ঝোড়ো হাওয়াও বইবে। রেডি থাকুন বৃষ্টিতে ভাসতে পারে বাংলা। বর্ষা কবে আসবে? অসহনীয় এই পরিস্থিতি থেকে মুক্তি কবে? আবহাওয়ার বড় খবর শুনুন মন দিয়ে।

 

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ১১ জুন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে, যা কি না স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। কিন্তু চিন্তা করবেন না। স্বস্তির বৃষ্টি কবে আসছে জানেন?

 

আগামী বুধবার থেকে দক্ষিণের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বইতে পারে ঝোড়ো হাওয়া। বৃষ্টি হবে কলকাতাতেও। হাওয়া অফিস জানিয়েছে, বুধবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া। এছাড়াও পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানে বৃষ্টি হতে পারে, তবে তাপপ্রবাহও চলবে। বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। শুক্রবার পর্যন্ত কলকাতা-সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহবৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আলিপুর। মনে করা হচ্ছে, বৃষ্টি হলে তাপমাত্রা খানিকটা কমতে পারে।

 

উত্তরবঙ্গে নির্ধারিত সময়ের ছ’দিন আগে প্রবেশ করেছে বর্ষা। ৩১ মে সেখানে মৌসুমি বায়ু প্রবেশ করেছিল। দক্ষিণবঙ্গে ১০ জুন, সোমবার বর্ষা প্রবেশের কথা ছিল। কিন্তু আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, এখনই বর্ষা আসছে না। কবে আসবে বর্ষা, তা স্পষ্ট হতে আরও কয়েক দিন সময় লাগবে। আগামী দুদিন তাপমাত্রাও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির পূর্বাভাস রয়েছে। তারপর তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।

 

তবে আগামী কয়েক দিন দার্জিলিং, কালিম্পং আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। বেশি বৃষ্টি হবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। উত্তরবঙ্গে আগামী কয়েকদিন জারি হয়েছে কমলা সতর্কতা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

 

বর্ষা রাজ্যে ঢোকার পরেও দক্ষিণবঙ্গের উপর এখনও সদয় হননি বরুণদেব! সেই উত্তরেই বর্ষা আটকে রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম বাড়ছে। তবে দক্ষিণবঙ্গের পশ্চিমের চার জেলা অর্থাৎ বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও বীরভূমে তাপ প্রভাবের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। ইতিমধ্যেই কলকাতায় গরম ৪০ ছুঁইছুঁই করছে। ফলত বৃষ্টি কবে আসবে এখন সেই দিকে তাকিয়ে দক্ষিণবঙ্গবাসী।

 

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

 

Exit mobile version