Kolkata International Film Festival 2022: চলচ্চিত্র উৎসবে বিশেষ সম্মান অমিতাভকে, থাকবে বাংলাদেশের তিন ছবি

।। প্রথম কলকাতা।।

Kolkata International Film Festival 2022: আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। শেষ হবে ২২ ডিসেম্বর। উদ্বোধনী অনুষ্ঠান হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। এবার উৎসবের উদ্বোধনী ছবি হতে চলেছে অমিতাভ-জয়ার ‘অভিমান’। ১৯৭৩ সালে মুক্তি পেয়েছিল ছবিটি। তবে সেইসঙ্গে এই চলচ্চিত্র উৎসবে দেখানো হবে বাংলাদেশের সিনেমাও। উৎসব উপলক্ষে শনিবার বিকেলে শিশির মঞ্চ মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যেখানে চলচ্চিত্র উৎসব সম্পর্কে জানান মন্ত্রী অরূপ বিশ্বাস। সঙ্গে হাজির ছিলেন ইন্দ্রনীল সেন, মন্ত্রী বীর বাহ হাসদা সহ পরিচালক হরণাথ চক্রবর্তী, কমিটির চেয়ারম্যান রাজ চক্রবর্তী, প্রসেনজিৎ, জুন মালিয়া, রুক্মিণী মৈত্র, সুদেষ্ণা রায়, অনন্যা চক্রবর্তী প্রমুখ।

‘প্রথম আলো’ সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী শনিবার সম্মেলনে জানানো হয়েছে, উৎসবে ৪২ দেশের ১৮৩ টি ছবি দেখানো হবে। যার মধ্যে ১৩০ টি ফিচার ফিল্ম ৫৩ টি প্রামান্য চিত্র। কিন্তু উৎসবে ৫৭ টি দেশের ১ হাজার ৭৮টি ছবি দেখানোর আবেদন জমা পড়েছিল। পাশাপাশি জানানো হয়েছে, জায়গা পেয়েছে বাংলাদেশের তিনটি চলচ্চিত্র। মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’, মুহাম্মদ কাইউমের ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ এবং ফাখরুল আরোফিন খানের ‘জেকে ১৯৭১’। ১০টি প্রেক্ষাগৃহে এবার ছবির প্রদর্শনী করা হবে। মোট ২৩১টি শোয়ের ব্যবস্থা করা হয়েছে। সেইসঙ্গে সম্মান জানানো হবে তরুণ মজুমদার, প্রদীপ মুখার্জি, শিবকুমার শর্মা ও অ্যাঞ্জেলা ল্যান্সবারিকে। সত্যজিৎ রায় স্মারক বক্তৃতা দেবেন বলিউডের পরিচালক সুধীর মিশ্র।

এবারও বরাবরের মতো সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা সঙ্গীত পরিচালক, সেরা অভিনেতা-অভিনেত্রী সহ সেরা কণ্ঠশিল্পী এবং ফিচার ফিল্মকে পুরস্কার দেওয়া হবে। রিপোর্ট অনুযায়ী, বিগ বি-কে নিয়ে একটি বিশেষ প্রদর্শনীরও আয়োজন করা হচ্ছে। এই বছরে ৮০তে পা দিয়েছেন অমিতাভ। আর তাই তাঁকে ঘিরে সাজতে চলেছে গোটা নন্দন চত্বর।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, রানি মুখার্জি, অরিজিৎ সিং ও ক্রিকেট তারকা সৌরভ গাঙ্গুলীও। আমন্ত্রণ গিয়েছে কুমার শানুর কাছেও। এক কথায় চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বসতে চলেছে চাঁদের হাট। গতকাল উৎসবের লোগো উন্মোচন করা হয়েছে। গত বছর এই উৎসবে ৪০টি দেশের ১৬৩টি ছবি প্রদর্শিত হয়েছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version