Amit Shah: বঙ্গে অমিত শাহের ঝটিকা সফর, একদিনে জোড়া সভা স্বররাষ্ট্রমন্ত্রীর

।। প্রথম কলকাতা ।।

Amit Shah: সামনে ২০২৪ সালের লোকসভা নির্বাচন। তাই ২০২৩ থেকে পুরো দমে কাজ শুরু করেছে বিজেপি। বঙ্গে বিজেপি সংগঠনের হাল ধরতে এবং তাদের সংগঠনকে আরও শক্তিশালী করে তুলতে কেন্দ্রীয় নেতৃত্বরা বঙ্গ সফরে আসছেন। কিছুদিন আগে এক দফার বঙ্গ সফর সেরে গিয়েছেন বিজেপির সভাপতি জে পি নাড্ডা (J P Nadda)। আর এবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সূত্রের খবর অনুযায়ী, একই দিনে দুই জায়গায় জনসভা এবং বৈঠক করার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর।

সূত্রের খবর অনুযায়ী, চলতি মাসেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন বাংলাতে। তারিখ ঠিক করা হয়েছে ১১ ফেব্রুয়ারি। তিনি ঐদিন রাতে কলকাতায় (Kolkata) আসবেন। সেই রাতটি ত্রিলোত্তমাতেই কাটাবেন। এরপর পরের দিন অর্থাৎ ১২ ফেব্রুয়ারি সকালে তিনি দলীয় নেতৃত্বদের সঙ্গে বৈঠকে বসবেন। দলের কোথায় কোথায় খামতি থেকে যাচ্ছে, কোথাও কোনো গোষ্ঠীদ্বন্দ্বের সৃষ্টি হচ্ছে কিনা এই সমস্ত বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে। বৈঠক শেষে সেদিনের কর্মসূচি পূরণ করার উদ্দেশ্যে বেরোবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

সংবাদ প্রতিদিনের প্রকাশিত প্রতিবেদনে যে তথ্য পাওয়া গিয়েছে তা অনুযায়ী, অমিত শাহ ১২ ফেব্রুয়ারি প্রথমে সকাল ১১ টা নাগাদ সভা করবেন বীরভূমের (Birbhum) সিউড়িতে। সেখানে সভা শেষ করার পর তিনি আরও এক দফা ওই জেলার বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন । এরপর একই দিনে জনসভার আয়োজন করা হয়েছে হুগলির (Hooghly) আরামবাগে। সেই সভা শুরু হতে পারে দুপুর দুটো নাগাদ। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ফিরে গেলে দেখা যায় আরামবাগ লোকসভা কেন্দ্রটি বিজেপির হাতছাড়া হয়ে গিয়েছিল সামান্য কিছু ভোটের ব্যবধানে। তাই এবার স্বরাষ্ট্রমন্ত্রী খোদ জনসভা করবেন হুগলির আরামবাগে। আর তারপর সেই দিনই কলকাতায় ফিরে আসবেন তিনি। রওনা দেবেন দিল্লির উদ্দেশ্যে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version