Amazon Pay: অ্যামাজন পে-কে বড় অঙ্কের জরিমানা করল আরবিআই

।। প্রথম কলকাতা ।।

Amazon Pay: অ্যামাজন পে (ইন্ডিয়া) প্রাইভেট লিমিটেডের উপর ৩.০৬ কোটি টাকা জরিমানা আরোপ করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কারণ হিসেবে জানা গেছে কোম্পানিটি প্রিপেইড পেমেন্ট ইনস্ট্রুমেন্টস (পিপিআই) এবং কেওয়াইসি নির্দেশনা সম্পর্কিত কিছু বিধান মেনে চলতে ব্যর্থ হয়েছে৷ এর আগেও পরিষেবা প্রদানের ক্ষেত্রে যেকোনো রকমের নিয়ম লঙ্ঘনের জন্য একাধিক ব্যাঙ্ককে জরিমানা করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

আরবিআই একটি বিবৃতিতে জানিয়েছে, “২০১৬ সালের ২৫ ফেব্রুয়ারির কেওয়াইসি সংক্রান্ত নির্দেশ ও ২০২১ সালের ২৭ অগাস্টের প্রিপেইড পেমেন্ট ইনসট্রুমেন্ট সংক্রান্ত নির্দেশ না মেনে চলার জন্য অ্যামাজন পে (ইন্ডিয়া) প্রাইভেট লিমিটেডের উপর ৩.০৬ (তিন কোটি ছয় লাখ ছিয়াত্তর হাজার টাকা) কোটি টাকার আর্থিক জরিমানা চাপানো হয়েছে।”

অ্যামাজন পে ইন্ডিয়া কেওয়াইসি সম্পর্কিত নির্দেশাবলী উপেক্ষা করার পর তাদের কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। পাশাপাশি রিজার্ভ ব্যাংক আরও জানায়, আরবিআই-এর নির্দেশ না মেনে চলার জন্য কেন তাদের জরিমানা করা উচিত নয়? কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে সংস্থাটির বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হয়েছে। এবং পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট, ২০০৭-এর ধারা ৩০-এর অধীনে চার্জ আরোপ করা হয়েছে।

অ্যামাজন পে হল ই-কমার্স জায়ান্ট অ্যামাজন-এর ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম। বর্তমানে অন্যান্য পেমেন্ট প্ল্যাটফর্মের সঙ্গে প্রতিযোগিতায় গ্রাহক টানতে জোর বাড়াচ্ছে অ্যামাজন। অ্যামাজন পে-র মাধ্যমে বাড়ির ইলেকট্রিক বিল পেমেন্ট, মোবাইল রিচার্জ, ডিটিএইচ রিচার্জ সহ একাধিক পেমেন্ট করা যায়।

 

 

Exit mobile version