Male Contraceptive Pill: চমকপ্রদ বিজ্ঞানের অগ্রগতি, আবিষ্কার পুরুষ গর্ভ নিরোধক পিল

।। প্রথম কলকাতা ।।

Male Contraceptive Pill: অসম্ভবকে সম্ভব করে তোলা বিজ্ঞানের অন্যতম কাজ বলা চলে। নতুন কিছু আবিষ্কার করা যা সাধারণ মানুষের কল্পনার বাইরে, এটাই হল বিজ্ঞানের কাজ। বর্তমানে বিজ্ঞানের আরও একটি যুগান্তকারী আবিষ্কার গোটা বিশ্বকে তাক লাগানোর জন্য প্রস্তুত । বিশেষজ্ঞ গবেষকরা বহু প্রচেষ্টার ফল হিসেবে তৈরি করতে সক্ষম হয়েছেন পুরুষ গর্ভনিরোধক পিল বা বড়ি (Male Contraceptive Pill)। সাধারণত মহিলাদের জন্যই এই গর্ভনিরোধক বড়ি বাজারে পাওয়া যায়। কিন্তু এবার থেকে বাজারে মিলবে পুরুষ গর্ভনিরোধক পিল। যা একটা বিরাট গেম চেঞ্জার (Game Changer) হিসেবে বর্ণনা করা হয়েছে গবেষকদের (Researchers) তরফ থেকে।

নেচার কমিউনিকেশন জার্নালে (Nature Communication Journal) এই গবেষণার ফলাফল নিয়ে একটি রিপোর্ট প্রকাশিত হয়। সেই রিপোর্ট অনুযায়ী, দীর্ঘদিন পরীক্ষা-নিরীক্ষা এবং গবেষণা করার পর পুরুষদের (Male) স্বাস্থ্যের কোনরকম ক্ষতি না করে তাদের জন্য গর্ভনিরোধক বড়ি তৈরি করা সম্ভব হয়েছে। যা তাঁর সঙ্গীর গর্ভাবস্থা প্রতিরোধে সফলভাবে সাহায্য করতে পারে। এই গর্ভনিরোধক পিলটি বিভিন্ন ক্লিনিক্যাল মডেলের ওপরে পরীক্ষা করা হয়েছে। আর পরীক্ষার ফলাফল প্রতিবারই সদর্থক আসায় এবার বিশ্ববাসীকে পরিচিত করানো হবে পুরুষ গর্ভ নিরোধক পিলের সঙ্গে।

গবেষকদের দাবি অনুযায়ী, এই পিল গুলি কনডোম এবং ভ্যাসকেটমির একটা ভালো বিকল্প হতে পারে। গবেষক টমার জেকবসনের মতে, পুরুষ গর্ভনিরোধক বড়ি ব্যবহার করলে আগামীতে পরিবার পরিকল্পনার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। অবাঞ্ছিত গর্ভধারণ প্রতিরোধ করা সম্ভব হবে দুদিক থেকেই। জার্নালে প্রকাশিত ওই রিপোর্ট অনুযায়ী , পুরুষদের জন্য বিশেষভাবে তৈরি করা এই ক্ষামূলক গর্ভনিরোধক বড়ি বর্তমানে বাজারে আসতে চলেছে। তবে তার আগে এই বড়ির ট্রায়ালে দেখা গিয়েছে সেই ট্যাবলেট গুলি শুক্রাণু উৎপাদন সাময়িকভাবে বন্ধ করতে কাজ করে। গবেষণার সময় যখন ওষুধটি ল্যাবে ইঁদুরের উপর পরীক্ষা করা হয়। তখন দেখা যায় এর পুরুষ দেহে শুক্রাণু নিষ্ক্রিয় করার ক্ষমতা থাকে প্রায় দু থেকে আড়াই ঘন্টা পর্যন্ত।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version