হালকা বাইক দৌড়োবে মাখনের মতো! লঞ্চ হল নতুন Bajaj Pulsar P150 মোটরসাইকেল

।। প্রথম কলকাতা ।।

Bajaj Pulsar New Bike P150: ১৫০ সিসি বাইকের বাজারে বেশ আক্রমনাত্মক Bajaj। ২০২২ শেষ হওয়ার আগেই আরও একটি নতুন বাইক নিয়ে হাজির সংস্থা। মঙ্গলবার ভারতীয় বাজারে লঞ্চ হয়ে গেল Bajaj Pulsar P150। এই বাইক দু-একটা নয় পাঁচ পাঁচটি রঙে উপলব্ধ। পাশাপাশি জানা গিয়েছে, এটি অন্যান্য পালসার বাইকের থেকে ১০ কেজি হালকা। মোটরসাইকেলটির ওজন রয়েছে ১৪০ কেজি।

স্টাইলিং ও ডিজাইনের দিক থেকে এটি N250 এবং N160 এর অনুরূপ হলেও বেশ খানিকটা স্পোর্টি ডিজাইন রয়েছে এই মোটরসাইকেলটিতে।

 

এটি লঞ্চ করা হয়েছে দুটি ভ্যারিয়েন্টে – একটি রিয়ার ড্রাম ব্রেক ও সিঙ্গেল পিস হ্যান্ডেলবার সহ সিঙ্গেল সিট ভ্যারিয়েন্ট, আরেকটি রিয়ার ডিস্ক ব্রেক ও ক্লিপ-অন হ্যান্ডেলবার সহ স্লিট সিট ভ্যারিয়েন্ট।

ইঞ্জিন রয়েছে ১৪৯ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যা ১৪.৫ বিএইচপি শক্তি ও ১৩.৫ এনএম টর্ক জেনারেট করে। সাথে রয়েছে ৫ স্পিড গিয়ারবক্স। এটির ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি ১৪ লিটার।

 

আরও পড়ুন : Toyota Innova HyCross: হাইব্রিড ইঞ্জিনের সাথে দুর্ধর্ষ লুক, ভারতে নতুন গাড়ি লঞ্চ করল Toyota

 

সাসপেনশনের ক্ষেত্রে মিলবে একটি ৩২ এমএম মটেলিস্কোপিক ফর্ক এবং একটি মনোশক। ব্রেকিংয়ের জন্য ২৬০ এমএম ফ্রন্ট ডিস্ক এবং একটি ২৩০ এমএম রিয়ার ডিস্ক। ফিচার্স রয়েছে একটি এলইডি ডিআরএল, একটি এলইডি প্রজেক্টর হেডল্যাম্প, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং ইউএসবি চার্জিং পোর্টের বিকল্প।

 

 

Bajaj Pulsar P150 বাইকের দাম সিঙ্গেল ডিস্ক ভ্যারিয়েন্টের ক্ষেত্রে ১.১৬ লক্ষ টাকা এবং ডুয়াল ডিস্ক ভ্যারিয়েন্টের জন্য ১.১৯ লক্ষ টাকা। রঙের ক্ষেত্রে রেসিং রেড, এবোনি ব্ল্যাক ব্লু, এবোনি ব্ল্যাক হোয়াইট, এবোনি ব্ল্যাক রেড এবং ক্যারিবিয়ান ব্লু-এর বিকল্প দিয়েছে বাজাজ।

Exit mobile version