Alia Bhatt: ‘পাঠান’ নিয়ে খুশি আলিয়া, ‘ব্রহ্মাস্ত্র’র রেকর্ড ভাঙার প্রসঙ্গে কী বললেন অভিনেত্রী?

।। প্রথম কলকাতা ।।

Alia Bhatt: গেল মাসের শেষে বক্স অফিসে রিলিজ করেছে ‘পাঠান’ (Pathaan)। তার পর থেকে একের পর এক রেকর্ড ভেঙেছে এই ছবি। ৬ দিনে বিশ্বজুড়ে প্রায় ৬০০ কোটির ব্যবসা করে ফেলেছে কিং খানের কামব্যাক ছবি। শাহরুখ-দীপিকার (Shah Rukh-Deepika) জুটি ফের হিট দর্শকমহলে। সেইসঙ্গে এবারে রয়েছে জন আব্রাহামের কামাল। এবার ছবির সাফল্য নিয়ে কথা বলেছেন আলিয়া ভাট ও বরুণ ধাওয়ান (Varun Dhawan)। বলিউডের সবথেকে বড় ব্লকবাস্টার হিসেবে ‘পাঠান’কে আখ্যা দিয়েছেন ইন্ডাস্ট্রির এই দুই তারকা। উল্লেখ্য, জি সিনে অ্যাওয়ার্ড অনুষ্ঠানের প্রেস কনফারেন্স ছিল মঙ্গলবার। আর সেখানেই বাদশার ছবি নিয়ে এমন মতামত দিয়েছেন দুই তারকা।

শুরুতে ছবিকে ঘিরে নানা বিতর্ক ও সমালোচনা তৈরি হয়েছে। কিন্তু যে ছবিটি করেছেন, সে হল বলিউডের বাদশা, এটা কখনোই ভুললে চলবে না। চার বছর পর তাঁকে বড় পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে বসেছিলেন অগণিত মানুষ। তাই বয়কটকে বুড়ো আঙুল দেখিয়ে ২৫ জানুয়ারি থেকে বক্স অফিস কাঁপাচ্ছে কিং খান। এই নিয়ে ৩১ জানুয়ারি অর্থাৎ মঙ্গলবার আলিয়া জানান, ‘একজন শিল্পী হিসেবে আমাদের মধ্যে এতটা আগ্রেশন আছে বলে, আমার মনে হয় না। আমরা কাজ করতে পেরেই ধন্য। আমি মনে করি, আমরা দর্শকদের কাছে নিজেদের সমর্পণ করি। এর পর তাঁরা যা খুশি আমাদের নিয়ে ভাবতেই পারেন, বলতেই পারেন। আমরা যতক্ষণ তাঁদের বিনোদন দেওয়ার কাজ করছি, ততক্ষণ সেটা ভালোভাবে চেষ্টা করব’।

‘হিন্দুস্তান টাইমস বাংলা’য় প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, অভিনেত্রীর কথায়, ‘এই ইন্ডাস্ট্রির একজন হতে পেরে খুবই খুশি। ‘পাঠান’ ভারতীয় সিনেমার সবথেকে বড় ব্লকবাস্টার ছবি। আমার মতে, সবার অন্তত একবার করে এই ছবিটার জন্য হাততালি দেওয়া উচিত। আমি প্রার্থনা করি এই মুহূর্ত যেন বারবার ফিরে আসে এবং স্থায়ী হয়’। তাঁর ছবির সঙ্গে পাঠানের তুলনা করা হলে আলিয়ার (Alia Bhatt) জবাব, ‘সব ছবির উচিত সব ছবির রেকর্ড ভাঙা’। প্রসঙ্গত, জানা গিয়েছে, ‘ব্রহ্মাস্ত্র’র রেকর্ড ভেঙেছে ‘পাঠান’। অয়ন মুখোপাধ্যায়ের এই ছবিতে রণবীর কাপুর (Ranbir Kapoor), অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), নাগার্জুন, মৌনি রায় (Mouni Roy) সহ আরও অনেকে ছিলেন। ছবি বিশ্বজুড়ে ৪২৫ কোটি টাকা কামিয়েছিল। এদিকে ‘পাঠান’ বয়কট নিয়ে ব্যঙ্গ করেছেন বরুণ। বলেছেন, বোঝা যাচ্ছে যে মানুষ কেবল বিনোদন পেতে চায়। মানুষ যদি পাঠানকে ভালোবাসে, তাহলে তাঁদেরকে বাসতে দিন। ছবির কালেকশন বলে দিচ্ছে ভারতীয় ছবির জোর কতটা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version