Plane Crash: একই দিনে দুর্ঘটনার কবলে বায়ুসেনার ৩ বিমান! ভেঙে পড়ল রাজস্থান-মধ্যপ্রদেশে

।। প্রথম কলকাতা।।

Plane Crash: শনিবার এক বড় দুর্ঘটনার সম্মুখীন হল ভারতীয় বায়ু সেনার তিন তিনটি বিমান । রাজস্থান সহ মধ্যপ্রদেশে ভেঙে পড়ে ওই তিনটি বিমান । একটি দুর্ঘটনা ঘটে রাজস্থানের ভরতপুরে । অপরটি মধ্যপ্রদেশের (Madhyapradesh) মোরেনা জেলাতে। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজস্থানে যাওয়ার কথা । তবে তার আগে বায়ুসেনার বিমানগুলির দুর্ঘটনায় ( Plane Crash) স্বাভাবিকভাবেই উদ্বেগ সৃষ্টি হয়েছে। মোরেনাতে ভেঙে পড়া দুটি যুদ্ধবিমানের পাইলটকে নিরাপদে উদ্ধার করা গিয়েছে।

জানা যায় , এই দিন মধ্যপ্রদেশের গোয়ালিয়র বিমান ঘাঁটি থেকে উড়ান শুরু করেছিল দুই যুদ্ধবিমান সুখোই ৩০ এবং মিরাজ ২০০০। তবে দুটো বিমান পরপর ভেঙে পড়ে। ঘটনাটি মরেনাই ঘটে প্রায় ভোর ৫ঃ৩০ নাগাদ। দুর্ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে অনুসন্ধান এবং উদ্ধার বাহিনী। কাজ চলছে এমনটাই জানানো হয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে । মোরেনা প্রশাসন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ওই দুটি যুদ্ধবিমানের পাইলটরা সামান্য আঘাত পেলেও সুস্থ রয়েছেন। অন্যদিকে উত্তরপ্রদেশের আগ্রা থেকে আসা একটি বায়ুসেনার বিমান রাজস্থানের ( Rajasthan) ভরতপুর জেলার উচাইন এলাকার কাছে এসে বিধ্বস্ত হয়।

মধ্যপ্রদেশের ওই যুদ্ধ বিমান দুটির মাঝ আকাশে সংঘর্ষ হয়েছিল কিনা সেই বিষয়টি এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তবে এই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার জন্য বায়ুসেনার তরফ থেকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, এমনটাই বলছে সূত্র। এদিকে ভরতপুর জেলার জেলাশাসক অলোক রঞ্জন জানিয়েছেন, ভরতপুরে বিধ্বস্ত হয় একটি চার্টার্ড বিমান । সেখানেও এসে উপস্থিত হয়েছে পুলিশ এবং প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা। নরেন্দ্র মোদীর আজ রাজস্থানের উদয়পুর সফরে আসার কথা। উদয়পুর থেকে ভরতপুরের দূরত্ব প্রায় ৫০০ কিলোমিটার কিংবা তার থেকে কিছুটা বেশি। কিন্তু তারপরেও এই দুর্ঘটনা প্রশাসনিক মহলে যথেষ্ট উদ্বেগ সৃষ্টি করেছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version