Parliament winter session 2023: বঞ্চিতদের ন্যায়বিচার দেওয়ায় লক্ষ্য, অধিবেশনের লোকসভায় পাশ কাশ্মীর নিয়ে ২টি বিল

।। প্রথম কলকাতা।।

Parliament winter session 2023: লোকসভায় পাশ হল জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) সংরক্ষণ (সংশোধনী) বিল, ২০২৩ এবং জম্মু-কাশ্মীর পুনর্গঠন বিল। এই দুটি দুটি পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রতিবাদে ওয়াক আউট করলেন বিরোধী সাংসদরা। লোকসভায় বিরোধীদের হট্টগোলের মধ্যে পাশ হয়ে গেল দুটি বিলই। যার একটি বিলে একজন মহিলা-সহ দুজন কাশ্মীরি পণ্ডিত সম্প্রদায়ের সদস্যের জন্য সংরক্ষণের কথা বলা হয়েছে।

প্রসঙ্গত, জম্মু-কাশ্মীর এখন কেন্দ্রশাসিত অঞ্চল। একাধিক দল আগাম নির্বাচনের দাবি জানাচ্ছিল কেন্দ্রশাসিত অঞ্চলে। আর এসবকিছুর মধ্যেই পাশ হল জম্মু এন্ড কাশ্মীর রেওরগানিসটিও (এমেন্ডমেন্ট) বিল বা জম্মু কাশ্মীর বিধানসভা আসন পুনর্বিন্যাস বিল। বিগত ৭০ বছর ধরে যাঁরা নিজেদের অধিকার থেকে বঞ্চিত, তাঁদের ন্যায়বিচার দেবে এই বিল বলে জানিয়েছেন অমিত শাহ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জম্মু ও কাশ্মীর সংরক্ষণ (সংশোধন) বিল আদতে যাদের বিরুদ্ধে অবিচার করা হয়েছিল তাদের প্রতি ন্যায়বিচার করা এবং তাদের অধিকার প্রদানের সঙ্গে সম্পর্কিত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, যে কোনও সমাজে বঞ্চিতদের এগিয়ে আনতে হবে। এটাই ভারতের সংবিধানের মূল অর্থ। কিন্তু তাদের এমনভাবে সামনের দিকে নিয়ে আসতে হবে যাতে তাদের সম্মান কমে না যায়। অধিকার দেওয়া এবং সম্মানের সঙ্গে অধিকার দেওয়ার মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে ।

উল্লেখ্য, গত সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। ১৭তম লোকসভার শেষ শীতকালীন অধিবেশন শুরু হয়েছে। এই অধিবেশনে ১৯ টি গুরুত্বপূর্ণ বিল পেশ করা হবে। IPC, CRPC, এভিডেন্স অ্যাক্টের রিপ্লেসমেন্ট এই তিনটি বিল বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version