U-WIN: Co-WIN এর পর U-WIN, সার্বজনীন টিকাদান কর্মসূচিকে ডিজিটাইজ করতে নয়া উদ্যোগ কেন্দ্রের

।। প্রথম কলকাতা ।।

U-WIN: কোভিড পরিস্থিতিতে ভারতে টিকাকরণের সুবিধার জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে কো-উইন (Co-WIN) প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছিল। সেই প্ল্যাটফর্মের বিপুল সফলতার পর এবার দেশে U-WIN নামক আরও একটি নতুন প্ল্যাটফর্ম লঞ্চ করা হয়েছে। ভারত সরকারের যে ইউনিভার্সাল টিকাকরণ কর্মসূচি (UIP) রয়েছে তাকে ডিজিটাইজ করার জন্য U-WIN – কে পাইলট প্রজেক্ট হিসেবে ইতিমধ্যেই প্রত্যেক রাজ্য এবং কেন্দ্রশাসিত প্রদেশের জেলা গুলিতে শুরু করা হয়েছে। এর মাধ্যমে গর্ভবতী মহিলা এবং বাচ্চাদের টিকাকরণ আরও সহজ হবে বলেই মনে মনে করা হচ্ছে।

* কী কী সুবিধা মিলবে ইউ-উইনে ?

গর্ভবতী মহিলাদের (pregnant Women) নথিভুক্তিকরণ এবং টিকাকরণ করার জন্য, প্রসবের রেকর্ড রাখার জন্য, নবজাতক শিশুর (New Born) নথিভুক্তকরণ, তাঁর জন্মের পর থেকে প্রত্যেকটি টিকার যোগান দেওয়া এবং অন্যান্য টিকাকরণের জন্য এই প্ল্যাটফর্মকে ব্যবহার করা হবে। এছাড়াও টিকাকরণের আপডেট নিয়মিত, টিকাকরণ সেশনের পরিকল্পনা, অ্যান্টিজেন ওয়াইস কভারেজ সহ বিভিন্ন তথ্য জানা যাবে এর মাধ্যমে। এছাড়াও গর্ভবতী মহিলা ও নবজাতক শিশুদের টিকাকরণের জন্য ব্যক্তিগত ট্র্যাকিং, আগামী টিকাকরণের জন্য রিমাইন্ডার এবং টিকাকরণের পর ফলোআপ সবকিছুই হবে এই ডিজিটাল প্ল্যাটফর্ম এর মাধ্যমে। এক আধিকারিকের কথায়, এর মাধ্যমে স্বাস্থ্যকর্মী এবং প্রোগ্রাম ম্যানেজাররা রিয়েল টাইম ডাটা সংরক্ষণ করতে সক্ষম হবে।

* ৬৫ টি জেলায় পাইলট প্রজেক্ট

১১ জানুয়ারি U-WIN কে পাইলট প্রজেক্ট হিসেবে রাজ্য এবং কেন্দ্রশাসিত প্রদেশের ৬৫ টি জেলায় শুরু করা হয়েছেস। এর জন্য আলাদা করে স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়। গর্ভবতী মহিলা এবং শিশুদের আভা আইডি অর্থাৎ আয়ুষ্মান ভারত স্বাস্থ্য খাতার (ABHA) অধীনে যে সকল টিকাকরণ গুলি রয়েছে তা এবার মিলবে এই ডিজিটাল প্ল্যাটফর্মে এর মাধ্যমে। যেকোনো ব্যক্তি আগে থেকেই টিকাকরণের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন, স্লট বুক করতে পারবেন নিজের সময় অনুযায়ী।

* ফিজিক্যাল রেকর্ড রাখার ঝঞ্ঝাট থেকে মুক্তি

UIP- এর অধীনে যে সকল টিকাকরণ গুলি এতদিন হয়ে এসেছে সেই সব কিছুর তথ্য ম্যানুয়ালি রেকর্ড করা হয়েছে। তবে ইউআইপির ডিজিটালাইজেশনের ফলে সেই সমস্যা অন্ততপক্ষে দূর হবে। এর মাধ্যমে বর্তমান সময়ের ওপর ভিত্তি করে টিকাকরণের ডেটা আপডেট করা আরও সহজ হবে। এছাড়াও ইউ-উইন ওয়েবসাইটের মাধ্যমিক টিকাকরণের পর নিজেদের টিকাকরণ সার্টিফিকেট ডাউনলোড করা যাবে। যদিও টিকাকরনের প্রমাণপত্র ভারত সরকারের তরফ থেকে ডিজি লকারে সংরক্ষণ করে রাখা হবে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version