Mamata Banerjee: ২০১৮ এর পর ২০২৩, মুখ্যমন্ত্রীকে এবার ডিলিট উপাধি দিচ্ছে সেন্ট জেভিয়ার্স

।। প্রথম কলকাতা ।।

Mamata Banerjee: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুকুটে আরও একটি নতুন পালক জোড়ার সময় এল। নতুন বছরের দ্বিতীয় মাসে বাংলার মুখ্যমন্ত্রীকে সাম্মানিক ডিলিট উপাধি দিতে চলেছে কলকাতার সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়। ২০২৩ সালের ৬ ফেব্রুয়ারি তাঁর হাতে এই সম্মান তুলে দেওয়ার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই মর্মে মুখ্যমন্ত্রীর দফতরে একটি চিঠিও পাঠানো হয়েছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী এই সম্মান গ্রহণে সম্মতি জানিয়েছেন বলে খবর।

সূত্রের খবর অনুযায়ী, মুখ্যমন্ত্রীকে ডিলিট দিতে চেয়ে সম্প্রতি একটি চিঠি পাঠানো হয়েছিল এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে। ২০২৩ সালে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের প্রায় ৭৭০ জন স্নাতক এবং স্নাতকোত্তর পড়ুয়াদের সম্মান জানানো হবে। সেই অনুষ্ঠানেই ৬ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীকে ডিলিট উপাধি দেওয়া হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে উচ্চশিক্ষার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী যে অবদান তার জন্যই এই বিশেষ সম্মান প্রদান করার ইচ্ছা প্রকাশ করেছেন তাঁরা।

বলে রাখা ভালো, এর আগে ২০১৮ সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে ডিলিট দেওয়া হয়েছিল । তৎকালীন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর কাছ থেকে এই ডিলিট গ্রহণ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেই সিদ্ধান্তকে ঘিরে নানা মুনির নানা মতামত শোনা যায়। খানিকটা বিতর্কের আকার তৈরি করেছিল বিষয়টি । সরকারি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে পূর্বেই সাম্মানিক ডিলিট পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । এবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ও হাঁটছে সেই পথে। উল্লেখ্য, এর আগে ভুবনেশ্বরের কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজির তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সাম্মানিক ডক্টরেট প্রদান করা হয়েছিল।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version