Adeno and Pneumonia: অ্যাডিনোর দোসর নিউমোনিয়া, ভয়ঙ্কর থাবা শিশুর শরীরে! কীভাবে রুখবেন?

।। প্রথম কলকাতা ।।

Adeno and Pneumonia: কলকাতা (Kolkata) জুড়ে দাপিয়ে বেড়াচ্ছিল অ্যাডিনো ভাইরাস (Adeno Virus)। তার সঙ্গে এবার জুড়ল নিউমোনিয়া (Pneumonia)। অ্যাডিনো ভাইরাসের মাঝে হঠাৎ করে নিউমোনিয়ার দাপটে রাজ্যে শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে। বহু অভিভাবক সংক্রমণের কারণে শিশুকে স্কুলে পর্যন্ত পাঠাতে ভয় পাচ্ছেন। কলকাতার বেশিরভাগ হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে আইসিইউ বেড পাওয়া যাচ্ছে না। সংক্রমণ নিয়ে বেশ উদ্বিগ্ন রাজ্য স্বাস্থ্য দফতর। তার মাঝে নতুন করে আশঙ্কা তৈরি করেছে নিউমোনিয়া। ক্ষুদের শরীরে নিউমোনিয়া আর অ্যাডিনো ভাইরাস একসঙ্গে থাবা বসালে জটিলতা মারাত্মক পর্যায়ে পৌঁছাচ্ছে। গত তিন দিনে মৃত্যু হয়েছে প্রায় ১০ জন শিশুর। যার কারণে উদ্বেগ বাড়াটা স্বাভাবিক। পরিস্থিতির সামাল দিতে রাজ্য স্বাস্থ্য দফতর হাসপাতালগুলোতে বিশেষ নির্দেশিকা জারি করেছে। যেসব শিশুরা সংক্রমিত হচ্ছে তাদের অধিকাংশের বয়স আট মাস থেকে এক বছর। উপসর্গ জ্বর, সর্দি, কাশি আর শ্বাসকষ্ট। নিউমোনিয়া আর অ্যাডিনো থেকে শিশুকে বাঁচাতে এই সময় বাড়িতে শিশুর একটু বিশেষ যত্ন নিন।

শিশুকে কীভাবে সাবধানে রাখবেন ?

কোন উপসর্গ দেখে সাবধান হবেন ?

মূলত নিউমোনিয়ার তিনটি লক্ষণ। জ্বর, কাশি আর শ্বাসকষ্ট। তার সঙ্গে থাকতে পারে বুকে ব্যথা। এক্ষেত্রে জোরে শ্বাস টানলে বুকে ব্যথা অনুভব হয়। নিউমোনিয়ার শুরুতে শুকনো কাশি দেখা দিল পরের দিকে কাশির সঙ্গে সর্দি থাকে। এমনকি সর্দির সঙ্গে রক্তও থাকতে পারে। পাশাপাশি অন্যান্য উপসর্গ হিসেবে রয়েছে মাথার যন্ত্রণা, বমি বমি ভাব, খিদে কমে যাওয়া, দুর্বল হয়ে পড়া, কাঁপিয়ে জ্বর আসা, ডায়রিয়া প্রভৃতি। এই উপসর্গগুলি দেখলে দ্রুত সতর্ক হন। অ্যাডিনো ভাইরাসের ক্ষেত্রেও ঠিক একই উপসর্গ। তীব্র জ্বর, সর্দি, কাশি, হাঁচি, শ্বাসকষ্ট, হাঁপানি প্রভৃতি।

রাজ্যের হাসপাতালগুলির জন্য স্বাস্থ্য দফতরের নির্দেশিকা

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version