TET 2022 Special Service: টেট পরীক্ষার জন্য শিয়ালদা শাখায় চলবে অতিরিক্ত ট্রেন, মিলবে মেট্রো সুবিধাও

।। প্রথম কলকাতা ।।

TET 2022 Special Service: আগামীকাল অর্থাৎ রবিবার প্রাথমিক শিক্ষা পর্ষদের টেট পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে রাজ্যে। গোটা রাজ্যজুড়ে প্রায় সাত লক্ষেরও বেশি চাকরিপ্রার্থী এই পরীক্ষায় বসার জন্য আবেদন জানিয়েছেন। পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে নিচ্ছে রাজ্য সরকার এবং স্কুল শিক্ষা দফতর। বেলা বারোটা থেকে দুপুর ২ টো ৩০ মিনিট পর্যন্ত টেট পরীক্ষা চলবে। তবে পরীক্ষার্থীদের জন্য নির্দেশিকা, দু ঘন্টা আগে পরীক্ষা কেন্দ্রে এসে পৌঁছতে হবে তাদের। এরকম পরিস্থিতিতে গতকাল বাস, ট্রেন এবং মেট্রোতে যাত্রী সংখ্যা যে অনেকটাই বৃদ্ধি পাবে সে ক্ষেত্রে কোন রকম সন্দেহ নেই।

তাই সকল যাত্রীকে সঠিক পরিষেবা দেওয়া আগামীকাল একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। যদিও ছুটির দিনে অফিস যাত্রীদের ভিড় থাকবে না কিন্তু তারপরেও পরীক্ষার্থীদের যাতে কোনরকম অসুবিধার সম্মুখীন না হতে হয় তার জন্য পূর্ব রেল থেকে শুরু করে কলকাতা মেট্রো, সবক্ষেত্র থেকেই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। কলকাতা মেট্রো ছুটির দিনে অতিরিক্ত মেট্রো রেল চালানোর সিদ্ধান্ত নিয়েছে। একই রকম ভাবে পূর্ব রেলের তরফ থেকেও জানানো হয়েছে শুধুমাত্র টেট পরীক্ষার জন্য শিয়ালদা উত্তর ও দক্ষিণ শাখায় আপ-ডাউনে অতিরিক্ত ১৬ জোড়া ট্রেন চালানো হবে।

* যে যে শাখায় অতিরিক্ত ট্রেন চলবে

১. শিয়ালদা-ব্যারাকপুর শাখা
২.শিয়ালদা-নৈহাটি শাখা
৩. শিয়ালদা-ডানকুনি শাখা
৪. শিয়ালদা-মধ্যমগ্রাম শাখা
৫. শিয়ালদা-বারাসাত শাখা
৬. শিয়ালদা-দত্তপুকুর শাখা
৭. শিয়ালদা-বজবজ শাখা
৮. শিয়ালদা- সোনারপুর শাখা
৯. শিয়ালদা -ক্যানিং শাখা
১০.শিয়ালদা- বারুইপুর শাখা এবং
১১.শিয়ালদা- হাসনাবাদ শাখা

এই সবকটি শাখার ট্রেন প্রত্যেকটি স্টেশনে দাঁড়াবে এমনটাই জানিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ।

* মেট্রো পরিষেবা:

শুধুমাত্র পূর্ব রেলের তরফ থেকে যে এই উদ্যোগ নেওয়া হয়েছে এমনটা কিন্তু নয়। রবিবার অর্থাৎ আগামীকাল টেট পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে অতিরিক্ত মেট্রো চলাচল করবে । অন্যান্য রবিবার গুলিতে সাধারণত মেট্রো চলাচল করে ১৫ মিনিট অন্তর তবে আগামীকাল যাত্রীরা মেট্রো পাবেন মাত্র ৭ মিনিট অন্তর অন্তর। মোট ১৩৮ টি মেট্রো আগামীকাল চলাচল করবে বলে জানা গিয়েছে। অর্থাৎ আটটি বাড়তি মেট্রো দেওয়া হয়েছে। বিকেলের দিকে যদিও মেট্রো গুলি ১০ মিনিট অন্তর অন্তর চলবে। তার মধ্যে ডাউনলাইনে ৬৯ টি মেট্রো এবং আপলাইনে ৬৯টি মেট্রো থাকবে, এমনটাই জানানো হয়েছে মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে। পরবর্তীতে পরিস্থিতি বুঝে অতিরিক্ত মেট্রো চলাচলের নির্দেশ দেওয়া যেতে পারে। এছাড়াও আগামীকাল রাস্তায় পরীক্ষার্থীরা বাড়তি কিছু সরকারি এবং বেসরকারি বাসের পরিষেবা পাবেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version