।। প্রথম কলকাতা ।।
Extra Metro Services: প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা টেট (TET) আগামী ২৪ ডিসেম্বর। অর্থাৎ রবিবার এই পরীক্ষা। আর অল্পবিস্তর সকলের জানা ছুটির দিন হওয়ায় এদিন এমনিই ট্রেন, মেট্রো কম থাকে। সেই কথা মাথায় রেখে তবে পরীক্ষার্থীদের সুবিধার জন্য রেল অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে। অন্যান্য সময় রবিবার ১৩০টি মেট্রো চলে। ২৪ তারিখ মোট মেট্রো চলবে ২৩৪টি। আপ এবং ডাউন দুটিতেই ১১৭ টি করে মেট্রো চলবে বলে মেট্রোর (Kolkata Metro) তরফে প্রেস রিলিজ করে জানানো হয়েছে। শুধু টেট পরীক্ষায় নয় পাশাপাশি ওইদিন ব্রিগেডে লক্ষ কন্ঠে গীতাপাঠের অনুষ্ঠানও রয়েছে। স্বাভাবিকভাবেই অতিরিক্ত ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই অতিরিক্ত মেট্রোর ব্যবস্থাপনা।
অন্যদিকে পরিবহণ দপ্তর সূত্রে খবর, টেট পরীক্ষার দিন শহর, শহরতলি এবং জেলাতেও বাড়তি বাস পরিষেবা মিলবে। সরকারি বাস তো বেশি থাকবেই, পর্যাপ্ত বেসরকারি বাসও যাতে রাস্তায় থাকে তা জানিয়ে সমস্ত বেসরকারি বাস সংগঠনগুলোকেও চিঠি দেওয়া হয়েছে।
জানা গেছে, সকাল ৬টা ৫০ মিনিটে প্রথম মেট্রো চলবে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী। অন্যান্য রবিবার ৯টা থেকে চলে। সকাল ৬টা ৫০-এ প্রথম মেট্রো ছাড়বে দমদম থেকে কবি সুভাষগাম । অন্যান্য রবিবার যা সকাল ৯টা থেকে চলে। অন্যদিকে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায়।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম