Gautam Adani: ধনীতমের তালিকায় পতন অব্যাহত আদানির, কত নম্বরে ঠাঁই হল বিতর্কিত এই শিল্পপতির?

।। প্রথম কলকাতা ।।

Gautam Adani: বিগত কয়েক দিন ধরে সংবাদপত্রের শিরোনামে নাম রয়েছে তাঁর। এমনকি তাঁর কারণে সংসদের দুই কক্ষের হাওয়া গরম হয়েছে। কিছুদিন আগেই আমেরিকার লগ্নী সংক্রান্ত গবেষণাকারী সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট (Hindenburg Report) জানিয়েছে, কারচুপি করে নিজেদের সংস্থার শেয়ারের দর বাড়িয়েছে আদানি গোষ্ঠী। আর তার পরেই শোরগোল পড়ে যায় চারিদিকে। অভিযোগের আঙুল ওঠে মোদী ঘনিষ্ঠ শিল্পপতি গৌতম আদানির দিকে। সেইসঙ্গে এই গোটা বিষয়ে কেন চুপ প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী (PM Narendra Modi), তাই নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। এবার এই পরিস্থিতিতে প্রকাশ্যে এসেছে আরও একটি তথ্য। যা আদানি গোষ্ঠীর (Adani Group) জন্য মোটেই সুখকর নয়। বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় প্রথম ২৫-এর বাইরে চলে গিয়েছেন বিতর্কিত এই শিল্পপতি (Gautam Adani)।

ব্লুমবার্গের বিলিওনেয়ার ইনডেক্সের রিপোর্ট (Bloomberg Billionaires Index) অনুযায়ী, ২৯তম স্থানে ঠাঁই হয়েছে আদানির। ভারতীয় ধনকুবেরের মোট সম্পত্তির পরিমাণ ৪ হাজার ২৭০ কোটি ডলার। ভারতীয় মুদ্রায় যার হিসেব করলে দাঁড়ায় প্রায় ৩ লক্ষ ৫৩ হাজার কোটি টাকা। অন্যদিকে ফোবর্সের রিয়েল টাইম বিলিয়নেয়ারের (Forbes Real Time Billionaires) তালিকাতে ২৬তম স্থানে জায়গা হয়েছে গৌতম আদানির। ফোবর্সের হিসেব বলছে আদানির সম্পত্তির মূল্য আনুমানিক ৪,৩৪০ কোটি ডলার। প্রসঙ্গত, ধনীদের তালিকায় শিল্পপতি গৌতম আদানির দিন দিন পতন হচ্ছে। বলতে গেলে, হিন্ডেনবার্গে রিপোর্ট প্রকাশ্যে আসার পর থেকেই তাঁর অবস্থান ক্রমাগত নিচের দিকে যাচ্ছে।

‘হিন্দুস্তান টাইমস বাংলা’য় প্রকাশিত প্রতিবেদন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত আদানির মালিকানাধীন সংস্থাগুলি ১৪২ বিলিয়ন মার্কিন ডলারের বাজার মূলধন হারিয়েছে। তাঁদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তাঁরা তা অস্বীকার করলেও মানতে নারাজ সবাই। তাঁদের অভিযোগ অস্বীকার করায় তেমন কোনও লাভ হয়নি। নিজেদের অবস্থান বারবার সকলের সামনে তুলে ধরার চেষ্টা করলেও, আদানি গোষ্ঠীর জন্য ফল ভালো হয়নি। বুধবার আদানি এন্টারপ্রাইজের স্টক কমেছে ১০.৪ শতাংশ। ভাবতেও অবাক লাগে বছরের শুরুতে তৃতীয়তম ধনী ব্যক্তি ছিলেন গৌতম আদানি। বর্তমানে এশীয় মহাদেশের চতুর্থ ধনীতম ব্যক্তি তিনি। ১ নম্বরে রয়েছেন মুকেশ আম্বানি। দিন দিন যেভাবে আদানি গোষ্ঠীর স্টক কমছে, তাতে ধনীতম ব্যক্তিদের তালিকায় তাঁর স্থান আরও নিচে নামতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version