Narendra Modi Gita Path: সূচি অনুযায়ী হবে গীতাপাঠের অনুষ্ঠান, প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে লক্ষ মানুষের জমায়েত কি সম্ভব?

।। প্রথম কলকাতা ।।

Narendra Modi Gita Path: আগামী ২৪ ডিসেম্বর কলকাতার ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন ধরে নিয়েই উদ্যোক্তারা প্রচার করছিলেন । প্রধানমন্ত্রীর ছবি সহযোগে পোস্টারে ছয়লাপ তিলোত্তমা। সাধু সন্তরা প্রধানমন্ত্রীকে দিল্লি গিয়ে আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন। আমন্ত্রণ জানানোর পর প্রধানমন্ত্রী আসছেন ধরে নিয়েই গোটা অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়। প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, ওই দিন অন্য কাজ থাকায় কলকাতায় আসতে পারছেন না তিনি। প্রধানমন্ত্রী আসছেন না এই খবর পৌঁছতে মাথায় হাত। দিল্লি থেকে এই খবর আসতেই জরুরি বৈঠকে বসেছে রাজ্য বিজেপি।

উল্লেখ্য, অনুষ্ঠানের সঙ্গে বিজেপি অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত। জানা গিয়েছে, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রীর সফর বাতিলের ব্যাপারে নিশ্চয়তা দিয়েছেন। তবে গীতা পাঠের আয়োজন করা হবে নির্দিষ্ট সূচি অনুয়ায়ী বলে জানানো হয়েছে। অন্যদিকে, এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক মন্ত্রী, সাংসদদের। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন কিনা সে ব্যাপারে এখনও নিশ্চিত করে কিছু জানানো হয়নি।

প্রসঙ্গত, কলকাতা পুলিশের পক্ষ থেকেও নানা ব্যবস্থা নেওয়া হয়েছে।কারণ একটাই দেশের প্রধানমন্ত্রী পা রাখছেন তিলোত্তমায়। সেই মতোই সব ব্যবস্থা নেওয়া হচ্ছিল। এখন চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে, প্রধানমন্ত্রী না এলে লক্ষ মানুষের জমায়েত কি সম্ভব হবে? গেরুয়া শিবির সূত্রে খবর, জমায়েত নিয়ে চিন্তা থেকেই মোদীর সফর বাতিল হয়ে গিয়েছে। তবে খবর মিলেছে, যেমন যা কর্মসূচি রয়েছে তেমনই হবে। লক্ষ মানুষের সমাগমেই হবে গীতাপাঠ। নজরুলগীতি থেকে শঙ্খবাদন কোনও কিছুই বাদ যাবে না।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version