TMC: অভিষেকের ত্রিপুরা বৈঠক, ভোট ঘোষণা হতেই তৎপরতা বাড়ল তৃণমূলের

।। প্রথম কলকাতা ।।

TMC: চলতি সপ্তাহেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) মেঘালয় সফরে গিয়েছিলেন। সেখানে জনসভা করা হয়। পশ্চিমবঙ্গে পরপর তিনবার মুখ্যমন্ত্রী পদের দায়িত্ব গ্রহণ করার পর এবার রাজ্যের বাইরে তৃণমূলের প্রসার ঘটাতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই দায়িত্ব পালন করছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই ত্রিপুরা, মেঘালয় এবং নাগাল্যান্ডে নির্বাচনের তারিখ ঘোষণা করে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। শুক্রবার বিকেলের দিকে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ক্যামাকস্ট্রিটে অভিষেকের ত্রিপুরা (Tripura) বৈঠক বসে বলে জানা যায়।

সূত্রের খবর অনুযায়ী, এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়, সুস্মিতা দেব সহ ত্রিপুরার পর্যবেক্ষক ছাড়াও ত্রিপুরার রাজ্য নেতৃত্ব। ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের হয়ে সাংগঠনিক দায়িত্ব রয়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। রাজ্য সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস। নির্বাচনী কমিটিতে রয়েছেন সুস্মিতা দেব এবং আশিস লাল সিং। সকলকে নিয়েই এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের (Camac Street) অফিসে বৈঠক হয়। এই দিনের বৈঠক মূলত প্রার্থী তালিকা চূড়ান্ত করার বিষয়কে কেন্দ্র করে হয়েছে বলেই মনে করা হচ্ছে।

তৃণমূল কংগ্রেস যখন নতুন করে ত্রিপুরায় সংগঠন তৈরি করেছিল, দলের তরফ থেকে জানানো হয়েছিল বিধানসভা নির্বাচনে সব আসনেই তাঁরা প্রার্থী দেবেন। পুর নির্বাচনের ভিত্তিতেও দেখতে গেলে শতাংশের হিসাবে সে রাজ্যে দ্বিতীয় স্থানে রয়েছে তৃণমূল কংগ্রেস। কাজেই কোথায় তাঁরা প্রার্থী দেবেন, কতজন প্রার্থী দেবেন এবং এই নির্বাচনের ক্ষেত্রে কোন জোটের সম্ভাবনা রয়েছে কিনা সেই সংক্রান্ত আলোচনার জন্যই এই দিনের বৈঠক। অন্যদিকে ইতিমধ্যেই ত্রিপুরায় ভোটের দিন ঘোষণা করা হয়েছে ১৬ ফেব্রুয়ারি। এছাড়াও ২৭ ফেব্রুয়ারি ভোট হবে নাগাল্যান্ড এবং মেঘালয়ে। ফল প্রকাশ হবে আগামী ২ মার্চ।

নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের আগেই তৃণমূলের (Trinamool) তরফ থেকে ভোট প্রচার একপ্রকার শুরু হয়ে গিয়েছিল এই রাজ্যগুলিতে। আর এবার দিনক্ষণ ঘোষণা হওয়ার পর আরও জোরদার প্রচারের জন্য সেখানে গিয়ে উপস্থিত হবেন তৃণমূল নেতৃত্বরা। সূত্রের খবর অনুযায়ী, ফেব্রুয়ারি মাসের একেবারে প্রথম সপ্তাহে ত্রিপুরায় বড় জনসভা করতে চলেছে তৃণমূল কংগ্রেস। এছাড়াও আগামী ২৪ জানুয়ারি আবারও ভোট প্রচারে মেঘালয়ে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি নির্বাচনের আগে বেশ কয়েক দফা জনসভা সেখানে হতে পারে সেখানে, এমনটাই আশা করা হচ্ছে। শিলংয়ে ওইদিন সভা করবেন অভিষেক। ইতিমধ্যেই শিলংয়ের আশেপাশে বিধানসভা অঞ্চল গুলিতে প্রার্থী ঘোষণা করা হয়ে গিয়েছে। কাজেই তাদেরকে সঙ্গে নিয়ে এই ভোট প্রচারের রাজনৈতিক সভা করা হবে বলে জানা গিয়েছে। সব মিলিয়ে আসন্ন ভোটকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের জোরদার প্রস্তুতি চলছে। যার জন্য শুক্রবার ক্যামাকস্ট্রিটে বৈঠকের আয়োজন করা হয় । আগামীতে দেখার বিষয় হল এই পর্যালোচনার ফলস্বরূপ কতটা জয় হাসিল করতে পারে তৃণমূল কংগ্রেস।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version