Abduction of woman: বাড়ি থেকে মহিলা ডাক্তারকে অপহরণ, চলল ভাঙচুর, ভাইরাল বর্বরতার ভিডিও

।। প্রথম কলকাতা ।।

Abduction of woman: এক ভয়াবহ অপহরণের ঘটনা ঘটল তেলেঙ্গানার রাঙ্গারেড্ডি জেলায়। প্রায় ১০০ জনের একটি দল হামলা চালায় এক মহিলা ডাক্তারের বাড়িতে। তাতে বাধা দিতে গেলে বেধড়ক মারধর করা হয় তাঁর বৃদ্ধ বাবাকে। শুধু তাই নয় ঘরে ঢুকে রীতিমত সেই মেয়েটিকে টেনে হিঁচড়ে বাইরে বের করে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার ঘটনা পর্যন্ত ঘটে। এই সম্পূর্ণ বিষয়টি বন্দী হয় ক্যামেরায়। ঘটনাটি রাঙ্গারেড্ডি জেলার অন্তর্গত আদিভাতলা এলাকার।

যদিও অপহরণের প্রায় ছয় ঘন্টার মাথায় উদ্ধার করা হয় সেই মহিলা ডাক্তারকে। তবে এই ভিডিও বর্তমানে রীতিমত ভাইরাল। সেখানে দেখা গিয়েছে, অপহরণকারীরা ওই মহিলা ডাক্তারের বাড়িতে চারিদিক থেকে ভাঙচুর চালায়। অপহৃত মেয়েটির পরিবারের দাবি, ২৪ বছর বয়সী বৈশালীকে জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে যায় অপহরণকারীরা। পরবর্তীতে খবর দেওয়া হয় থানায়। পুলিশকর্মী সূত্রে পাওয়া খবর, এই ঘটনার জোর কদমে তদন্ত চলছে। সেই সময়কার যে ভিডিও সামনে এসেছে তার ওপর ভিত্তি করেই তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ কর্তারা।

ইতিমধ্যে এই ঘটনায় পুলিশ গ্রেফতার করেছে প্রায় ১৬ জন অভিযুক্তকে। বাংলা হান্টে প্রকাশিত খবর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এই ঘটনার প্রধান অভিযুক্ত নবীন রেড্ডি পুলিশি জিজ্ঞাসাবাদে জানায়, সে বৈশালীকে বিয়ে করতে চেয়েছিল। কিন্তু বৈশালী ডেন্টিস্ট হয়ে যাওয়ার পর তাঁর বাবা-মা নিজেদের সিদ্ধান্তে বদল আনেন। যার কারণে এই চরম নৃশংসতা। শেষ পাওয়া খবর অনুযায়ী, পুলিশ একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন, খুনের চেষ্টা, অপহরণ, অনুপ্রবেশ সহ অপরাধমূলক কাজের অভিযোগের ভিত্তিতে ১৬ জনকে পুলিশ গ্রেফতার করেছে, বাকিদের খোঁজ চলছে।

অপহৃত মহিলা চিকিৎসকের মায়ের দাবি, কোনরকম অনুমতি ছাড়া তাঁর মেয়েকে জোর করে বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছিল। এই ঘটনায় পুলিশের কোন ভূমিকা নেই বলেই অভিযোগ করেন তিনি। তবে পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে, তাঁরা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এই ঘটনার তদন্ত এগিয়ে নিয়ে যাবেন। সম্পূর্ণ ঘটনাটি বেশ কিছু মানুষের ফোন ক্যামেরায় বন্দী হয়েছে, একই সঙ্গে সিসিটিভি ক্যামেরাতেও ধরা পড়েছে বলে জানা গিয়েছে। সামাজিক মাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়তেই রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version