PAN-Aadhaar Link Date: বাড়ানো হল আধার-প্যান কার্ড লিঙ্কের মেয়াদ, ডেডলাইন কবে?

।। প্রথম কলকাতা ।।

PAN-Aadhaar Link Date: আপনি যদি এখনো প্যান কার্ডের (PAN Card) সঙ্গে আধার কার্ড (Aadhar Card) সংযুক্তিকরণ না করে থাকেন তাহলে আপনার জন্য একটি স্বস্তির খবর রয়েছে। ২৮শে মার্চ মঙ্গলবার (Tuesday) কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্যান এবং আধার কার্ডের লিঙ্ক করার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। কয়েকদিন আগে পর্যন্ত বলা হয়েছিল ৩১শে মার্চের আগে যারা প্যান এবং আধার কার্ড লিঙ্ক করবেন না তাদের এপ্রিল মাস থেকে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে। বঞ্চিত হবেন একাধিক সরকারি সুযোগ থেকে। এমনকি ব্যাঙ্কিং লেনদেনের ক্ষেত্রেও নানান সমস্যা তৈরি হতে পারে। কেন্দ্রের তরফ থেকেও স্পষ্ট করে বলে দেওয়া হয়েছিল, মার্চ মাসের মধ্যে প্যান-আধার কার্ডের লিঙ্ক করাতে হবে এবং জরিমানা দিতে হবে হাজার টাকা।

২৮শে মার্চ মঙ্গলবার সরকারের তরফ থেকে জানানো হয়েছে, আগামী ৩০শে জুনের মধ্যে প্যান এবং আধার কার্ডের লিঙ্ক করালেই হবে। এর আগে বলা হয়েছিল কোন ভারতীয় নাগরিক যদি এই দুই পরিচয় পত্র ৩১শে মার্চের আগে সংযুক্ত না করেন তাহলে ওই তারিখের পর প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে। পাশাপাশি দিতে হতে পারে মোটা টাকার জরিমানা। এই সিদ্ধান্তকে পুনর্বিবেচনার আর্জি জানিয়ে লোকসভার কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠি দেন। বিষয়টি পর্যবেক্ষণ করে মঙ্গলবার প্যান এবং আধার কার্ডের সংযুক্তিকরণের মেয়াদ বাড়ানো হল। ৩১ শে মার্চ নয়, ৩০শে জুনের মধ্যে প্যান এবং আধার কার্ড লিঙ্ক করাতে হবে। দেশে বহু প্রত্যন্ত জায়গা রয়েছে যেখানে ইন্টারনেট কানেকশন পাওয়া বেশ কষ্টকর ব্যাপার। আবার বহু জায়গা রয়েছে যেখানে মানুষ এই বিষয়গুলি থেকে একটু দূরে থাকেন, যাদের কাছে এই বিষয়ে স্পষ্ট ধারণা নেই। বিশেষ করে তারা সরকারের এই সিদ্ধান্তে অত্যন্ত উপকৃত হবেন।

৩০শে জুনের মধ্যে আপনাকে অবশ্যই প্যান এবং আধার কার্ডের সংযুক্তির প্রক্রিয়া শেষ করতে হবে, না হলে বড়সড় বিপদে পড়বেন। বিদেশে যাওয়ার জন্য পাসপোর্ট তৈরি করতে পারবেন না। ব্যাঙ্কে মোটা টাকা লেনদেন করতে পারবেন না। সরকারি বহু কাজে প্যান কার্ড জরুরি, সেক্ষেত্রে যদি প্যান কার্ডটাই নিষ্ক্রিয় হয়ে যায় তাহলে মহা সমস্যায় পড়বেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version