Business Idea: অল্প খরচে আয় হতে পারে লাখ টাকা! সরকারি সাহায্যও মিলবে এই ব্যবসায়

।। প্রথম কলকাতা।।

Business Idea: বর্তমান তরুণ প্রজন্ম চাকরির জন্য দিনের পর দিন অপেক্ষা করতে নারাজ। তাঁরা এখন ভীষণভাবে ব্যবসার প্রতি আগ্রহ প্রকাশ করেছেন। চিরাচরিত ব্যবসাকে নতুন ভাবে দাঁড় করানোর চ্যালেঞ্জ নিয়েছে আজকের তরুণ প্রজন্ম। তাদের জন্য প্রথম দিকে অনেক পুঁজি বিনিয়োগ করে ব্যবসা শুরু করা সম্ভব নয় । অল্প বাজেটে কোন ব্যবসা হতে পারে এই ধরনের আইডিয়া খুঁজছেন তাঁরা । সেক্ষেত্রে অত্যন্ত লাভজনক একটি ব্যবসা হয়ে দাঁড়াতে পারে ডেয়ারি পণ্য ( Dairy Product)। প্রথমত এই ব্যবসায় ( Business) লাভের সম্ভাবনা অনেকটাই । দ্বিতীয়ত, বাজারে চাহিদা থাকায় এই ব্যবসায় লোকসানের আশঙ্কা তেমন নেই।

এই ব্যবসা ১২ মাসে একই রকম ভাবে চলতে পারে । আর তার ওপরে এই ব্যবসা করার জন্য মিলবে সরকারি সাহায্য অর্থাৎ সম্পন্ন পুঁজি ( Investment ) একা ব্যবসায়ীর পকেট থেকে যাবে না। কিছুটা আসবে সরকারের তরফ থেকেও। বলা ভালো বেশিরভাগটাই বিনিয়োগ করবে সরকার।

সরকারি সাহায্য: যারা এই ধরনের ছোট ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্য প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা আওতায় লোনের ( Loan) ব্যবস্থা রয়েছে। অর্থাৎ কেন্দ্রের ( Central Government) তরফ থেকে এই ব্যবসা সম্পর্কিত সমস্ত তথ্য একদিকে যেমন ব্যবসায়ীকে জানানো হবে, ঠিক তেমনি তাঁর আত্মবিশ্বাস বৃদ্ধি করার জন্য সাহায্য করা হবে আর্থিকভাবে। যদি ডেয়ারি ব্যবসা শুরু করতে মোট ১০ লক্ষ টাকার মতো খরচ হয় তাহলে তার ৭০ শতাংশ লোন হিসেবে দেবে সরকার । বাকি ৩০ শতাংশ অবশ্য ব্যবসায়ীকে জোগাড় করতে হবে।

কীভাবে শুরু করবেন ব্যবসা ?

এই দুগ্ধজাত পণ্যের ব্যবসায় আপনাকে সর্বপ্রথম একটি নির্দিষ্ট জায়গা ঠিক করতে হবে । দুধ প্রক্রিয়াকরণ এবং দুধ দিয়ে বিভিন্ন পণ্য উৎপাদন করার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং উপকরণের জোগাড় করতে হবে। প্রয়োজন অনুযায়ী কর্মচারী নিয়োগ করতে হবে। সবশেষে সকলের যৌথ প্রচেষ্টায় মাখন, ঘি প্রক্রিয়াজাতকরণ, পনির প্রক্রিয়াকরণ বা দুধ প্যাকেটজাতকরণ প্রভৃতি জায়গাগুলি ডেয়ারি পণ্যের ব্যবসায় বেশ লাভজনক হিসেবে প্রমাণিত হয়েছে।

আয়ের পরিমাণ

কোন ব্যবসায়ী যদি প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার আওতায় লোন নিয়ে এই ব্যবসা শুরু করেন তাহলে তিনি প্রায় ৭৫ হাজার লিটার দুধের ব্যবসা করতে পারবেন। এছাড়াও ব্যবসা করতে পারবেন ৩৬ হাজার লিটার দই, ৪ হাজার কেজি ঘি , ৯০ হাজার লিটার মাখন প্রভৃতির। ব্যবসার খাতে খরচ সহ ১৪ শতাংশ সুদ দেওয়ার পরেও বছরে প্রায় ৮ লক্ষ টাকা বাঁচাতে পারবেন ব্যবসায়ীরা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version