।। প্রথম কলকাতা ।।
Modi’s Security Convoy Commando Dead: বাইক (Bike) দুর্ঘটনায় (Accident) প্রাণ হারালেন এসপিজি কমান্ডার গণেশ সুখদেব। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) নিরাপত্তা কনভয়ের সদস্য ছিলেন। জানা যায়, কয়েকদিনের ছুটি নিয়ে নিজের বাড়িতে ফেরেন কমান্ডার গণেশ সুখদেব। তারপর স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে বাইকে করে শিরডির সাইবাবার মন্দিরে দর্শনে যান। সেখানেই ঘটে দুর্ঘটনা (Accident)। নিয়ন্ত্রণ হারিয়ে বাইক একটি খালের জলে পড়ে যায়। স্ত্রী আর দুই সন্তান বেঁচে গেলেও, কমান্ডার গণেশ সুখদেবকে বাঁচানো সম্ভব হয়নি।
এসপিজি কমান্ডার গণেশ (SPG Ganesh Sukhdev Gite) সুখদেব গীতে ২০১১ সালে সিআইএসএফ-এ (SPG) যোগ দিয়েছিলেন। সেখান থেকে স্পেশাল প্রোটেকশন গ্রুপে ডেপুটেশনে যান তিনি। গত ২৪ ফেব্রুয়ারি কিছুদিনের ছুটি নিয়ে নিজের গ্রামের বাড়িতে আসেন। তিনি মহারাষ্ট্রের নাসিকের বাসিন্দা। বয়ষ ৩৬ বছর।
জানা যায়, গণেশ সুখদেব বাইকে করে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে শিরডির সাইবার মন্দিরের দর্শনে যান। ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন। বাইকের ট্যাংকে নিজের মেয়েকে এবং পিছনে স্ত্রী ও ছেলেকে বসান। এরপই বাইকের ট্যাংকে বসে থাকা মেয়েটির পা আটকে যায় হ্যান্ডেলে। এরফলে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন কমান্ডার গনেশ সুকদেব। যার জেরে বাইকটি একটি খালে পড়ে যায়। স্থানীয়দের সাহায্যে নিজের ছেলে মেয়ে ও স্ত্রীকে খাল থেকে উঠতে সাহায্য করলেও তাঁর নিজের আর ওঠা হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যে ৬ টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। সেই সময় খালে জল ছাড়া হয়েছিল। স্রোতও ছিল অনেকটা বেশি। তাই গণেশ জল থেকে উঠতে পারেননি বলে জানা গিয়েছে। অবশেষে ২১ ঘণ্টা পর উদ্ধারকারী দলেরা খাল থেকে তার মৃতদেহ উদ্ধার করে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম