।। প্রথম কলকাতা ।।
Urs festival in Midnapore: ভারতের (India) মাটিতে হাজার হাজার বাংলাদেশি। উদ্দেশ্য উরস উৎসবে (Urs festival) সামিল হওয়া। এই উৎসবে এক হয়ে যায় সীমান্তের গণ্ডি। প্রতিবছর স্পেশাল ট্রেনে করে পশ্চিম মেদিনীপুরে আসেন বাংলাদেশী ভক্তরা। গত দু’বছর করোনার জেরে ট্রেন বন্ধ ছিল তাই অনেকেই এই উৎসবে সামিল হতে পারেননি। সেই আক্ষেপ মিটেছে। ২০২৩ এ আবার পুরনো ছন্দে ফিরেছে উৎসবের মেজাজ।
প্রায় দুই বছর পর বৃহস্পতিবার ভোর ৫টা নাগাদ মেদিনীপুর স্টেশনে এসেছে বাংলাদেশের (Bangladesh) পুণ্যার্থী স্পেশাল ট্রেন। যেখানে রয়েছেন প্রায় ২৫০০ জন পুণ্যার্থী। স্টেশনে মেদিনীপুর পুরসভা যাত্রীদের স্বাগত জানিয়েছেন। তারপর তাদের নিয়ে যাওয়া হয় শহরের উরস উৎসবে। এই আন্তর্জাতিক উৎসব ১৫ ফেব্রুয়ারি থেকে মেদিনীপুরের মির্জাবাজার এলাকাতে শুরু হয়েছে। গত দু’বছর করোনার জেরে উৎসবের আনন্দে একটু আক্ষেপ থাকলেও চলতি বছরে তা কানায় কানায় পূর্ণ।
বাংলাদেশ থেকে আসা ২৪ বগির এই ট্রেনটিতে যাত্রী সংখ্যা ৪০ জন শিশুসহ প্রায় আড়াই হাজার। ট্রেনটিকে বাংলাদেশ থেকে ভারতে আনা হয়েছে সীমান্ত রক্ষী বাহিনী, কাস্টম ডিপার্টমেন্ট, পুলিশ সহ হেলথ ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ শুধুমাত্র উরস উৎসবে যোগদান করবেন বলে এসেছেন। কেউ বা এসেছেন রাজশাহী থেকে, কেউ ঢাকা আবার কেউ বা কুষ্টিয়া। বাংলাদেশ থেকে ট্রেনটি ছাড়ে মঙ্গলবার রাত ১০টা নাগাদ। ট্রেনটি গেদে স্টেশনে এসে পৌঁছায় বুধবার সকাল ৯টা ৪০ মিনিটে। দর্শনার্থীদের নিয়ে রবিবার সকালে ট্রেনটির পুনরায় গেদে স্টেশনে ফিরে যাবে।
গত দু’বছর বাদ দিলে প্রতিবছর বাংলাদেশ থেকে যে হাজার হাজার দর্শনার্থী উরস উৎসবে যোগদান করেন সেই ছবি চিরপরিচিত। প্রতিবছর পাসপোর্ট ভিসা নিয়ে অসংখ্য বাংলাদেশী ভক্তরা স্পেশাল ট্রেনে করে এই উৎসবে আসেন। ২০২৩ সালে সমস্ত রকম কোভিড বিধি মেনে বৃহস্পতিবার ১২২ তম বার্ষিক উরস উৎসবে উদযাপন করা হয়েছে। বুধবার থেকেই মেদিনীপুরের মওলপাকের মাজার শরীফে, তাঁর বাসস্থান দায়রা পাকে ও সাধনাস্থল কাঁসাই নদীর তীরে স্ত্রীগঞ্জ পাকে ভক্তদের সমাগমে সরগরম। মহান সুফি সাধক হযরত সৈয়দ মুরশেদ আলী আল কাদেরী আল বাগদাদি মওলাপাক নামে খ্যাত। বর্তমানে এই উৎসব উদযাপনের তত্ত্বাবধানে রয়েছে তরিকার সাজ্জাদানশীন মাওলা পাকের স্থলাভিষিক্ত হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদেরী আল বাগদাদী পাক।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম