India vs Pakistan: ভারতে প্রচুর কর্মসংস্থানের সুযোগ, পাকিস্তান চাইছে ভিক্ষা! চঞ্চল্যকর দাবি পাক ব্যবসায়ীর

।। প্রথম কলকাতা ।।

India vs Pakistan: পাকিস্তানের (Pakistan) অবস্থা কারোর অজানা না. ধীরে ধীরে দেশটি অর্থনৈতিক সংকটের (Economic Crisis) অন্ধকারে নিমজ্জিত হয়েছে। একটা রুটির জন্য দেখা দিয়েছে হাহাকার। পাকিস্তানের জনগণ চরম মূল্যবৃদ্ধি আর বেকারত্বের জ্বালায় হতাশাগ্রস্ত। অনেকেই আছেন যারা আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। এমত পরিস্থিতিতে এক পাকিস্তানি ব্যাবসায়ী (Pak Buisnessman) চাঞ্চল্যকর দাবি করলেন। ভারতের (India) প্রসঙ্গ টেনে বললেন, ভারতে চাকরি হচ্ছে, অপরদিকে পাকিস্তান চাইছে ভিক্ষা।

‘নবভারত টাইমস'(হিন্দি) তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, একদিকে পাকিস্তান ভয়াবহ অর্থনৈতিক সংকটে নিমজ্জিত হচ্ছে, অন্যদিকে খুব শীঘ্রই কোনো সাহায্য পাবে বলে মনে হচ্ছে না। এখন অনেক বিশেষজ্ঞই দেশটির সরকারের মনোভাব নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। তাদের একজন হলেন আমেরিকায় বসবাসকারী পাকিস্তানি ব্যবসায়ী সাজিদ তারার। সাজিদ তারার এক সাক্ষাৎকারে দেশে অনুষ্ঠিতব্য নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন। সাজিদ বলেছিলেন যে এমনকি সুপ্রিম কোর্টও এখন এমন বিষয়ে হস্তক্ষেপ করতে শুরু করেছে যা এটির সাথে সম্পর্কিত নয়। সাজিদ তারার বলেন, পাকিস্তানে এখানে কোনো সংগঠনই কোনো বিষয়ে একমত নয়। তিনি বলেন, দেশ নিজের ইস্যুতে আটকে আছে। অপরদিকে প্রতিবেশী দেশ ভারত দিনরাত উন্নতি করছে।

প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন ইমরান

সাজিদ বলেন, ইমরান খান যখন পাকিস্তানে ক্ষমতায় আসেন, তখন দেশের অনেক মানুষ তাকে নিয়ে খুব খুশি ছিল। কিন্তু ইমরান চার বছর পাকিস্তান শাসন করলেও অবস্থার কোনো পরিবর্তন হয়নি। শেষ পর্যন্ত দেশের জন্য আরেকটি দুঃসংবাদ রেখে চলে গেলেন তিনি। সাজিদের মতে, ইমরানই পাকিস্তানকে বিশ্বে বিচ্ছিন্ন করেছিলেন। তাদের কারণে পাকিস্তানের দূতাবাস বন্ধ, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর (সিপিইসি) স্থবির হয়ে পড়ে এবং দেশ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যায়। চার বছরে তিনি পাকিস্তানকে এমন অবস্থানে নিয়ে গেছেন যেটা কেউ কল্পনাও করেনি।

সাজিদ আরো বলেন, পাকিস্তান আজ নতজানু হয়ে গেছে। দেশে আধিপত্য বিস্তার করেছে সন্ত্রাস। তিনি পিস ইনস্টিটিউটের পরিসংখ্যান তুলে ধরে বলেন, ২০২২ সালে ২৬২টি সন্ত্রাসী হামলা হয়েছে। এর মধ্যে ৮৯টি সন্ত্রাসী হামলা করেছে পাকিস্তান তেহরিক-ই-তালেবান (টিটিপি)। প্রায় প্রতিদিনই হামলা হচ্ছে এবং ইমরান খান টিটিপির জন্য একটি অফিস খোলার জন্য প্রস্তুত ছিলেন। সাজিদ তারারের মতে, এখন পর্যন্ত সরকারগুলি ভাল এবং খারাপ তালেবানের মধ্যে বিভ্রান্ত। দেশে জাতীয়তাবাদ বলে কিছু নেই। ইসলাম থেকে জিহাদ পর্যন্ত ব্যবসা হচ্ছে এবং প্রকৃত ব্যবসা স্থবির হয়ে পড়েছে। কারখানায় তালা দেওয়া হয়েছে, এমনকি দেশটিতে মাথাব্যথার ওষুধও পাওয়া যাচ্ছে না। রাজনীতি থেকে বিচার বিভাগ পর্যন্ত ব্যবসায় জড়িত।

ভারতে কর্মসংস্থান বাড়ছে

সাজিদ বলেন, পাকিস্তানে যা-ই ঘটুক না কেন, তার পক্ষে বেশিদিন টিকে থাকা কঠিন। সরকার এক কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু দুঃখজনকভাবে কিছুই হয়নি। যদিও আশেপাশে ভারত রয়েছে যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি চাকরি মেলায় ৭১ হাজার লোককে নিয়োগপত্র দিতে প্রস্তুত। ইতিহাসে এটাই প্রথম হবে। অন্যদিকে, পাকিস্তান আছে যারা ভারতে কী ঘটছে তা জানতে আগ্রহী নয়। সাজিদ বলেন, পাকিস্তানে সর্বত্র বিশৃঙ্খলা চলছে। তিনি মনে করেন, আইএমএফ থেকে যে সাহায্য আসবে তা শুধুমাত্র এলিট শ্রেণির জন্য।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version