Asteroid News: পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিশাল গ্রহাণু, সতর্ক করল নাসা

।। প্রথম কলকাতা ।।

Asteroid News: পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিশাল গ্রহাণু। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে আমেরিকার স্পেস এজেন্সি নাসা। সংস্থার তরফ থেকে এই গ্রহাণুটি নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। এই গ্রহাণুর আকার অনেকটা বড়। পৃথিবীতে আঘাত হানলে বড় বিপর্যয় ডেকে আনতে পারে। নাসার বিজ্ঞানীরা প্রতিনিয়ত গ্রহাণুটির উপর নজর রাখছে। এই বিশালাকার গ্রহাণু পৃথিবীতে আঘাত করার সম্ভাবনা কতটা? এটি কত দ্রুত গতিতে এগিয়ে আসছে? জানুন বিস্তারিত।

পৃথিবীর দিকে যে গ্রহাণু ধেয়ে আসছে তার সম্ভাব্য বিধ্বংসী হুমকিকে নাসা উড়িয়ে দেয়নি। এটি আকারেও যেমন বড়, এর গতিও তেমন দ্রুত। বিষয়টির প্রতি নজর রাখতে নাসা প্ল্যানিটারি ডিফেন্স গঠনের জন্য বিভিন্ন ক্ষেত্রে বিশেষজ্ঞদের একটি দলকে একত্রিত করেছে। যেখানে রয়েছে দ্য সেন্টার ফর নিয়ার আর্থ অবজেক্ট স্টাডিজ (সিএনইওএস), জেট প্রপালশন ল্যাবরেটরি (জেপিএল) এবং স্মল-বডি ডেটাবেস। এই গ্রহাণুটির নাম দেওয়া হয়েছে 2022 UD72। এটি আকারে এতটাই বড় যে পৃথিবীর সঙ্গে ধাক্কা লাগলে মহা সর্বনাশ ঘটে যেতে পারে। এটি ঘন্টায় প্রায় ১৫,৪০৮ কিলোমিটার বেগে পৃথিবীর কাছাকাছি চলে আসতে পারে। এটির উচ্চতা প্রায় ৬৫ ফুট। বিজ্ঞানীরা আশঙ্কা করছেন গ্রহাণুটি পৃথিবীর চার মিলিয়ন কিলোমিটারের মধ্যে দিয়ে যাবে। যদি অপ্রত্যাশিত কিছু ঘটনা ঘটে তাহলে পৃথিবীতে বিপর্যয় নামতে পারে।

ওয়াশিংটনে নাসা সদর দফতরে প্রতিষ্ঠিত হয়েছে একটি প্ল্যানেটারি ডিফেন্স কোঅর্ডিনেশন অফিস (পিডিসিও)। যা প্ল্যানেটারি সায়েন্স ডিভিশন দ্বারা পরিচালিত হয়। PDCO সম্ভাব্য বিপজ্জনক বস্তুর (PHOS) সময়মত সনাক্তকরণ করে থাকে। PHOS-এর মধ্যে রয়েছে গ্রহাণু এবং ধূমকেতু, যাদের কক্ষপথ পৃথিবীর ০.০৫ জ্যোতির্বিদ্যা ইউনিটের (৫ মিলিয়ন মাইল বা ৮ মিলিয়ন কিলোমিটার) মধ্যে দিয়ে আসার পূর্বাভাস দেওয়া হয়।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version