NASA Asteroid: পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিশাল গ্রহাণু, লন্ডভন্ড হয়ে যাবে সবকিছু! আশঙ্কায় বিজ্ঞানীরা

।। প্রথম কলকাতা ।।

NASA Asteroid: পৃথিবীর দিকে ধেয়ে আসছে একটি বিশাল গ্রহাণু। এর ফলে পৃথিবীর বুকে বড়সড় প্রলয় নেমে আসতে পারে। এই গ্রহাণুটি পৃথিবীর কক্ষপথের দিকে ধেয়ে আসছে। যদিও এমন ঘটনা একেবারেই প্রথম নয়। এর আগে বহুবার এমন সম্ভাবনা তৈরি হয়েছিল। নাসার তরফ থেকে এখনো পর্যন্ত নিশ্চিত করা হয়নি যে গ্রহাণুটি নিশ্চিতভাবে পৃথিবীর কক্ষপথের সঙ্গে সংঘর্ষ করবে কিনা। তবে বিশালাকার গ্রহাণু যে দ্রুত পৃথিবীর দিকে ছুটে আসছে তা নিয়ে চমকপ্রদ ঘোষণা দিয়েছে নাসা। ‘Catch News’ এর তথ্য অনুযায়ী, নাসার তরফে জানানো হয়েছে, এই গ্রহাণুটি খুব শীঘ্রই পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করবে। তাই এটি পৃথিবীতে আঘাত হানার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পাশাপাশি নাসা আরো বলেছে, আতঙ্কিত হওয়ার দরকার নেই। ডেইলি স্টার নিউজ ওয়েবসাইটের এক প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকান মহাকাশ সংস্থা নাসা (NASA) দীর্ঘদিন ধরে মহাকাশে বিচরণকারী একটি বিশাল পাথরের সন্ধান চালিয়েছে।

আশঙ্কা তৈরি হয়েছে, এটি পৃথিবীর কক্ষপথে প্রবেশ করতে পারে। বিজ্ঞানীরা এই দৈত্যাকার গ্রহাণুর নাম দিয়েছেন 199145 (2005 YY128)। এই পাথরের প্রস্থ প্রায় এক কিলোমিটার। বিজ্ঞানীরা জানিয়েছেন, আগামী সপ্তাহের মধ্যে এই পাথর পৃথিবীর কক্ষপথে আঘাত হানতে পারে। বিজ্ঞানীদের অনুমান অনুযায়ী, এই গ্রহাণু বা গ্রহাণুটির উচ্চতা ১৮৭০ থেকে ৪২৬৫ ফুট পর্যন্ত হতে পারে। আশঙ্কা করা হচ্ছে, ১৬ই ফেব্রুয়ারির মধ্যে এটি পৃথিবীর ৪.৫ মিলিয়ন কিলোমিটারের কাছাকাছি চলে আসবে। তবে নাসা নিশ্চিত নয় যে পাথরটি পৃথিবীর কক্ষপথে আঘাত করবে কি না এবং পৃথিবীতে এর প্রভাব কী হবে। এমন পরিস্থিতিতে বিজ্ঞানীরা সাফ জানিয়ে দিয়েছেন, বিষয়টি নিয়ে আতঙ্কিত হওয়ার দরকার নেই।

এমন গ্রহাণু পৃথিবীর দিকে আসার ঘটনা এই প্রথম নয় । এর আগে 2023 BU 21 শনাক্ত করা হয়েছিল যা ২৭শে জানুয়ারি সকাল ১২.৩০ এ দক্ষিণ আমেরিকার উপর দিয়ে যায়। এই পাথরটি পৃথিবী থেকে ৩৫০০ কিলোমিটার দূর থেকে বেরিয়ে যায়। এই পাথরটি বিশ্বের টেলিকমিউনিকেশন স্যাটেলাইটের চেয়ে ১০ গুণ কাছাকাছি এসেছিল। এর আকার ছিল প্রায় ১১ ফুট থেকে ২৮ ফুট পর্যন্ত।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version