।। প্রথম কলকাতা।।
Rail Accident: ভয়ঙ্কর দুর্ঘটনা ওড়িশার জাজপুরের কোড়াই স্টেশনে । সাত সকালে ট্রেনের জন্য অপেক্ষারত যাত্রীদের পড়তে হল ভয়াবহ বিপদের মুখে। লাইনচ্যুত হয়ে মাল গাড়ির বেশ কয়েকটি বগি উঠে এল সোজা প্ল্যাটফর্মে। যার জেরে ঘটনাস্থলে মৃত্যু হয় তিনজনের। দুজনের অবস্থা আশঙ্কাজনক। উদ্ধার কাজ বর্তমানে শুরু হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করছেন উদ্ধারকারীরা।
পূর্ব উপকূলীয় রেলের তরফ থেকে দেওয়া একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই দুর্ঘটনাটি ঘটে ওড়িশার ভদ্রক রেল ডিভিশনের ভদ্রক কপিলাস রোড রেল সেকশনের কোড়াই স্টেশনে । সোমবার ঘড়িতে তখন সকাল ৬ টা ৫৪ । সেই সময় ওই লাইনে থাকা একটি মালগাড়ি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে লাইনচ্যুত হয়ে যায়। ওই মাল গাড়িটির মধ্যে ৫৪ টি বগি ছিল । তাঁর মধ্যে আটটি বগি লাইন থেকে বেরিয়ে আসে। তারপর সোজা কোড়াই স্টেশনের একটি প্ল্যাটফর্মের উপরে চড়ে যায়।
প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা বেশ কিছু যাত্রী এই ঘটনায় আহত হন। আনন্দবাজার পত্রিকা ডিজিটালে প্রকাশিত খবর অনুসারে, জাজপুরের পুলিশ সুপার এই প্রসঙ্গে জানান, আপাতত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে হতাহতের সংখ্যা যে আরও খানিকটা বাড়বে এমনটাই আশঙ্কা করছেন তাঁরা। এই দূর্ঘটনটি ঘটার পর প্রাথমিকভাবে স্থানীয়রা উদ্ধার কাজে হাত লাগায় । তবে তড়িঘড়ি সেখানে এসে উপস্থিত হন উদ্ধারকারীরা। শেষ পাওয়া খবর অনুযায়ী, ঘটনাস্থলের উদ্দেশ্যে রেলের ডিভিশনাল ম্যানেজার রওনা দিয়েছেন। এই দুর্ঘটনার ফলে ওই লাইনের বেশ কিছু রেল পরিষেবা আপাতত বন্ধ রাখা হয়েছে। যত দ্রুত সম্ভব লাইনচ্যুত মালগাড়িটিকে সরানোর ব্যবস্থা করা হবে বলে জানা গিয়েছে রেলে তরফ থেকে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম