।। প্রথম কলকাতা ।।
Cheetah: মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে (Kuno National Park) চারটি শাবকের জন্ম দিল নামিবিয়ার একটি চিতা। কিডনি রোগের কারণে চিতা সাশা মারা যাওয়ার তিন দিন পর চারটি শাবকের জন্ম হল। শাবকের জন্ম সংক্রান্ত তথ্য কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দর যাদব শেয়ার করেছেন। নিজের ট্যুইটার হ্যান্ডেলে চিতা শাবকের ছবিও শেয়ার করেছেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী। তিনি এটিকে ‘অমৃত কাল’-এর সময় ভারতের বন্যপ্রাণী সংরক্ষণের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা বলে অভিহিত করেছেন।
ভূপেন্দর যাদব টুইটে লেখেন, “অভিনন্দন, অমৃত কালের সময় আমাদের বন্যপ্রাণী সংরক্ষণের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা! আমি এটা জানাতে পেরে আনন্দিত যে প্রধানমন্ত্রী শ্রী @narendramodi জির দূরদর্শী নেতৃত্বে ১৭ ই সেপ্টেম্বর ২০২২ তারিখে ভারতে স্থানান্তরিত একটি চিতার চারটি শাবকের জন্ম হয়েছে।”
গত বছরের সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে নামিবিয়া থেকে আটটি চিতা আনা হয়েছিল। তাদের মধ্যেই একজন হল মহিলা চিতা সাশা। প্রধান বন সংরক্ষক জেএস চৌহান এক বিবৃতিতে বলেছেন, “বাকি সাতটি চিতা ভালো রয়েছে। এই সাতজনের মধ্যে তিনজন পুরুষ এবং একজন মহিলাকে পার্কের উন্মুক্ত বনাঞ্চলে ছেড়ে দেওয়া হয়েছে এবং তারা সম্পূর্ণ সুস্থ, সক্রিয় এবং স্বাভাবিক পদ্ধতিতে শিকার করছে।”
গত মাসে দক্ষিণ আফ্রিকা থেকে কেএনপিতে আনা বারোটি চিতা নিয়ে আনা হয়। বর্তমানে একটি কোয়ারেন্টাইন ঘেরে রাখা হয়েছে চিতগুলিকে। একজন কর্মকর্তা সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন তারা সুস্থ এবং সক্রিয় রয়েছে। আটটি নামিবিয়ান চিতাকে (পাঁচটি মহিলা এবং তিনটি পুরুষ) সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে একটি অনুষ্ঠানে কুনো জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হয়েছিল।
১৯৪৭ সালে বর্তমান ছত্তিশগড়ের কোরিয়া জেলায় ভারতে শেষ চিতা মারা গিয়েছিল এবং ১৯৫২সালে দেশে দ্রুততম স্থল প্রাণীটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়।
Congratulations 🇮🇳
A momentous event in our wildlife conservation history during Amrit Kaal!
I am delighted to share that four cubs have been born to one of the cheetahs translocated to India on 17th September 2022, under the visionary leadership of PM Shri @narendramodi ji. pic.twitter.com/a1YXqi7kTt
— Bhupender Yadav (मोदी का परिवार) (@byadavbjp) March 29, 2023
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম