Cheetah: কুনো ন্যাশনাল পার্ক থেকে দূরের গ্রামে প্রবেশ করল নামিবিয়া থেকে আনা একটি চিতা, চলছে ফিরিয়ে আনার চেষ্টা

।। প্রথম কলকাতা ।।

 

Cheetah: জাতীয় উদ্যান থেকে ২০ কিলোমিটার দূরে বিজয়পুরের ঝাড় বরোদা গ্রামে দেখা গেল নামিবিয়া থেকে আনা চিতা ‘ওবান’কে। চিতাটি নামিবিয়া থেকে আনা চিতাগুলির মধ্যে একটি। ১১ মার্চ মধ্যপ্রদেশের শেওপুর জেলার কুনো ন্যাশনাল পার্কের (Kuno National Park) জঙ্গলে ওবান এবং আশা নামে দুটি চিতা সফলভাবে ছেড়ে দেওয়া হয়েছিল।

 

জেলা বন কর্মকর্তার (ডিএফও) মতে, “চিতা ওবান, নামিবিয়া থেকে আনা চিতাগুলির মধ্যে একটি, কুনো জাতীয় উদ্যান থেকে ২০ কিলোমিটার দূরে বিজয়পুরের ঝাড় বরোদা গ্রামে প্রবেশ করেছিল৷ একটি মনিটরিং টিমও গ্রামে পৌঁছেছে। চিতাটিকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।”

পিসিসিএফ বন্যপ্রাণী জসভীর সিং চৌহান ইন্ডিয়া টুডেকে জানিয়েছেন যে এটি সত্য যে নামিবিয়ার চিতা ওবান কুনো জাতীয় উদ্যানের সীমানা রেখা অতিক্রম করে বিজয়পুর এলাকার ঝাড় বরোদা গ্রামে পৌঁছেছে। চৌহান বলেন, “আমরা চিতার প্রতিটি গতিবিধির ওপর নজর রাখছি। আমাদের দলগুলো চিতার কাছাকাছি হওয়ায় চিন্তার কিছু নেই। এটা পার্কের খোলা জঙ্গলে নিয়ে যাওয়া হবে।”

 

ভারত থেকে বিলুপ্ত হওয়ার ৭০ বছর পর ভারতের মাটিতে ফিরে এসেছে চিতা। দুটি ব্যাচে মোট ২০টি চিতা ভারতে আনা হয়। নামিবিয়া থেকে আটটি চিতার প্রথম ব্যাচ ২০২২ সালের সেপ্টেম্বরে এবং দক্ষিণ আফ্রিকা থেকে আরও ১২টি চিতা চলতি বছরের ফেব্রুয়ারিতে নিয়ে আসা হয়। ১৯৪৭ সালে বর্তমান ছত্তিশগড়ের কোরিয়া জেলায় ভারতে শেষ চিতা মারা গিয়েছিল এবং ১৯৫২সালে দেশে দ্রুততম স্থল প্রাণীটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়।

Exit mobile version