।। প্রথম কলকাতা ।।
Indian Army Group C Recruitment: সম্প্রতি ইন্ডিয়ান আর্মির তরফ থেকে গ্রুপ সি (Group C) পদে একাধিক কর্মী নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কাজেই যে সকল যুবকরা চাকরির খোঁজে এদিক-ওদিক ঘুরছেন তাদের জন্য সুখবর এনেছে ইন্ডিয়ান আর্মি (Indian Army)। গ্রুপ সির বিভিন্ন পদে নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা খুব বেশি প্রয়োজন হবে না। আর পাশাপাশি সামান্য কিছু বাড়তি দক্ষতা থাকলেই যথেষ্ট। উল্লেখিত পদগুলির জন্য কীভাবে আবেদন করতে হবে সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য দেওয়া হল আজকের প্রতিবেদনে।
কোন কোন পদে নিয়োগ করা হবে ?
ইন্ডিয়ান আর্মি তরফ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তা অনুযায়ী নিম্নলিখিত পদগুলোর জন্য কর্মী নিয়োগ করা হবে।
১. এমটিএস সাফাইওয়ালা
২. এমটিএস ম্যাসেঞ্জার
৩. মেস ওয়েটার
৪. বারবার
৫. ওয়াশার ম্যান
৬. মশালচি
৭ কুকস
আবেদনকারীদের বয়সসীমা কত থাকতে হবে ?
উপরে উল্লেখিত পদগুলির জন্য আবেদন করতে গেলে চাকরি প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। তবে যারা সংরক্ষিত শ্রেণির চাকরিপ্রার্থী তাদের জন্য পাঁচ বছর এবং তিন বছরের বয়সের ছাড় রয়েছে।
প্রতিটি পদের জন্য বেতন কত দেওয়া হবে ?
এমটিএস সাফাইওয়ালা থেকে শুরু করে মশালচি পর্যন্ত পদের জন্য প্রতি মাসে পে লেবেল ১ অনুসারে বেতন দেওয়া হবে ১৮,০০০ থেকে ৫৬ হাজার ৯০০ টাকা পর্যন্ত। তবে কুক পদের জন্য পে লেবেল ২ অনুযায়ী মাসিক বেতন মিলবে ১৯,৯০০ টাকা থেকে ৬৩২০০ টাকা পর্যন্ত।
কোন পদের জন্য কতগুলো শূন্য পদ রয়েছে ?
১. এমটিএস সাফাই ওয়ালা- ২৮
২. এমটিএস ম্যাসেঞ্জার- ৩
৩. মেস ওয়েটার- ২২
৪. বারবার- ৯
৫. ওয়াশার ম্যান- ১২
৬. মশালচি- ১১
৭ কুকস- ৫১
শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে ?
সাতটি পদের জন্যই আবেদনকারীদেরকে যে কোন স্বীকৃতি প্রাপ্ত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে এবং থাকতে হবে এক বছরের কাজ করার অভিজ্ঞতা। অবশ্যই উক্ত কাজ সম্পর্কে জ্ঞান থাকতে হবে আবেদনকারীর।
কীভাবে আবেদন করতে হবে ?
আবেদনকারীদেরকে সর্বপ্রথম ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইট www.joinindianarmy.nic.in এ যেতে হবে। সেখান থেকে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে তার সাথে থাকা আবেদন পত্রটি প্রিন্ট করিয়ে নিতে হবে। সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে আবেদন পত্রটি। তার সাথে জুড়ে দিতে হবে প্রয়োজনীয় নথিপত্রের কিছু জেরক্স। অবশ্যই আবেদন পত্রটি একটি খামের মধ্যে ভরে দিতে হবে। খামের ওপরে কোন পদের জন্য আপনি আবেদন করছেন সেটা উল্লেখ করতে হবে। তারপর পাঠিয়ে দিতে হবে নিচের ঠিকানায়।
Group Commander, HQ22 Movement Control Group, Pin-900328, c/o 99 APO
গুরুত্বপূর্ণ তারিখ: আবেদনকারীরা ০৩/০৩/২০২৩ পর্যন্ত আবেদন পত্রটি উপরে উল্লেখিত ঠিকানায় পাঠাতে পারেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম