Rose Decoration: বাড়ির গেটে এক ঝাঁক গোলাপ! এই স্বপ্ন পূরণে করুন সামান্য কাজ

।। প্রথম কলকাতা ।।

Rose Decoration: ‘বাড়ি’, এই শব্দটির অন্তর্নিহিত অর্থ ব্যাপক। বাড়ি শুধুমাত্র ইট বালি দিয়ে তৈরি চারটি দেওয়াল নয়। এখানেই রয়েছে আসল সুখের হদিশ। সেখানে বাড়ি যদি হয় ফুলের রানি গোলাপ দিয়ে সাজানো, তাহলে ব্যাপারটা মন্দ হবে না। পাড়া প্রতিবেশীরাও বাড়ির সৌন্দর্য দেখে থ হয়ে যাবে। বিশেষ করে বাড়ির গেটে যদি থাকে লতানো গোলাপ গাছ, আর ডালে এক ঝাঁক ফুল। তাহলে তো আর কথাই নেই। আপনি চাইলেই সামান্য পরিশ্রমে এবং অল্প খরচে আপনার বাড়ির গেটকে তাজা গোলাপে সাজিয়ে তুলতে পারেন। গোলাপ ফুলের রানী, তাকে মানুষ বড্ড বেশি কদর করে। যদিও ফুলটি সৌন্দর্যে এক্কেবারে ষোল আনা। সেই গোলাপের ঝাড় বাড়ির গেটে লতিয়ে থাকলে পথচারীরাও পর্যন্ত ঘাড় ঘুরিয়ে দেখবেন।

• কোথায় পাবেন লতানো গোলাপের চারা ?

বাড়ির আশেপাশে যেকোনো ভালো নার্সারিতে এই গোলাপের চারা পাওয়া যায়। এছাড়াও কলম বানিয়ে নেওয়া যায় সহজেই। কলমের গাছ হলে আপনি নিশ্চিত হতে পারবেন কোন রঙের ফুলে সেজে উঠবে আপনার বাড়ির গেট বা ব্যালকনি।

• টবে না মাটিতে ?

যদি ব্যালকনিতে গোলাপের ঝাড় বানাতে চান তাহলে অবশ্যই বেছে নিন ২০ ইঞ্চি একটি টব। আপনি চাইলেই ছোট্ট একটি মাচাও বানিয়ে ফেলতে পারেন। আর যদি বাড়ির গেটের সামনে বসান তাহলে অবশ্যই মাটিতে বা জমিতে বসান। গাছ বড় হওয়ার সাথে সাথে ডালগুলি বেঁধে দেবেন গেটের সাথে।

• উপযুক্ত মাটি তৈরি

প্রথমেই মাটির সাথে ভালোভাবে মিশিয়ে নিন হাড় গুড়ো, কোকোপিট আর নিম খোল। নিম খোল গাছকে পোকামাকড়ের হাত থেকে রক্ষা করবে। গাছ একটু বৃদ্ধি পাওয়ার পর এই সপ্তাহে অন্তত একবার খোল পচা জল গাছের গোড়ায় দেবেন। আরো ভালো হয়, যদি প্রায় এক বছরের পুরনো গোবর পচানো সার মাঝে মাঝে মাটি খুঁচিয়ে সামান্য পরিমাণে দিতে পারেন। তাহলে মাটির উর্বরতা অক্ষুন্ন থাকবে ।

• উপযুক্ত আবহাওয়া

এই লতানো গোলাপের জন্য প্রয়োজন উজ্জ্বল রোদ এবং সহজে বায়ু চলাচল করতে পারবে এমন স্থান। তবে দীর্ঘদিন একটানা বাতাসে আদ্রতার পরিমাণ বেশি থাকলে গাছের বিভিন্ন রোগের সম্ভাবনা বৃদ্ধি পায়। ফুলের আকৃতি ভালো হয় ১৫ থেকে ২৭ ডিগ্রী সেন্টিগ্রেড তাপমাত্রায়। রাত্রে বেলা ১৫ থেকে ১৮ ডিগ্রি এবং দিনে ২০ থেকে ২৫ ডিগ্রি তাপমাত্রা প্রয়োজন।

শুধু সৌন্দর্য নয় নানান প্রসাধনী এবং বিভিন্ন সুস্বাদু খাবারে গোলাপ ফুলের ব্যবহার অপরিহার্য। এছাড়াও প্রাকৃতিক রং তৈরি হয় এই ফুল থেকে। সাধারণত সব থেকে বেশি গোলাপ চাষ হয় হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর প্রভৃতি জেলা গুলিতে।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version