Union Budget 2023: বাজেটে এক ঝাঁক প্রকল্প আর নয়া কর্মসংস্থানের ঘোষণা, উপকৃত দেশবাসী

।। প্রথম কলকাতা ।।

Union Budget 2023: শুরু হয়ে গেল ২০২৩ সালের বাজেট পেশ। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে এটাই মোদী সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট হতে চলেছে। যার কারণে ২০২৩ এর বাজেটকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হচ্ছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামান এদিন সকাল ১১ টায় বাজেট ভাষণ শুরু করেন। তিনি জানান অমৃত কালের এটাই প্রথম বাজেট। কাজেই ভারতকে সমৃদ্ধ করার জন্য পরিকল্পনা করছেন তাঁরা

* প্রধানমন্ত্রীর পিবিটিজি মিশন

অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এ দিন বাজেট পেশে জানান ২০২৩ শে শুরু হবে প্রধানমন্ত্রী পিবিটিজি মিশন এর মাধ্যমে প্রান্তিক অঞ্চলের মানুষেরা জল ও শিক্ষা স্বাস্থ্য সংক্রান্ত সুবিধা গুলি পাবেন। তার জন্য কেন্দ্রের তরফ থেকে বরাদ্দ করা হবে ১৫ হাজার কোটি টাকা। এছাড়াও কেন্দ্র সরকার সাড়ে তিন লাখ ছাত্রছাত্রীদের জন্য একলব্য স্কুল চালাচ্ছে সেইসব স্কুল গুলিতে আগামী তিন বছরের মধ্যে বিপুল সংখ্যক শিক্ষক নিয়োগ করা হবে।

* পিএম আবাস যোজনায় ৬৬ শতাংশ খরচ বেড়েছে

অর্থমন্ত্রী জানান পিএম আবাস যোজনায় ইতিমধ্যে বরাদ্দ করা হয়েছে ৭৯ হাজার কোটি টাকারও বেশি। এছাড়াও পিএম আবাস যোজনায় খরচ বাড়ানো হয়েছে ৬৬ শতাংশ। এতে বেশি সংখ্যক বাড়ি তৈরি করা যাবে।

* রেলের জন্য বরাদ্দ ২.৪১ লক্ষ কোটি

তিনি আরও জানান রেলের জন্য বরাদ্দ করা হয়েছে আগে থেকে নয় গুণ বেশি টাকা। অর্থাৎ ২.৪১ লক্ষ কোটি। এছাড়াও কয়লা এবং খাদান ক্ষেত্রে বরাদ্দ করা হবে ৭৫ হাজার কোটি টাকা। পশুপালন এবং মৎস্য চাষের ক্ষেত্রে কেন্দ্রের তরফ থেকে বরাদ্দ করা হয়েছে ৬০০০ কোটি টাকা।

* প্রবীণ নাগরিকদের সঞ্চয়ে আয়কর ছাড়

দেশের যে সকল প্রবীণ নাগরিকেরা রয়েছেন তাদের ক্ষেত্রেও এদিনের বাজেট পেশে দারুন ঘোষণা করা হয়েছে। বয়স্ক নাগরিকরা ৩০ লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়ের ক্ষেত্রে আয়কর ছাড় পাবেন এবার থেকে। আগে এই আয়কর ছাড় প্রবীণ নাগরিকদের জন্য ১৫ লক্ষ টাকা ছিল। তবে ২০২৩ সালে সেটা দ্বিগুণ করা হল অর্থাৎ ৩০ লক্ষ টাকা। এছাড়া তাঁরা যদি পোস্ট অফিসে টাকা জমা রাখেন সে ক্ষেত্রেও বিশেষ কতগুলি ছাড় রয়েছে।

* সিগারেটে কর বৃদ্ধি ১৬ শতাংশ

এবারের বাজেটে কেন্দ্র সরকারের তরফ থেকে সিগারেটের কর ১৬% বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে বলে জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

* সোনা-প্ল্যাটিনামে আমদানি শুল্ক বৃদ্ধি

২০২৩ এর বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী সোনা এবং প্ল্যাটিনামে আমদানি শুল্ক বৃদ্ধি করার প্রস্তাব রাখেন। তামার উপরে যদিও আমদানি শুল্ক কমানো হয়েছে। বেশ কিছু রাসায়নিক পণ্যের ওপরে কাস্টমস ডিউটি কমানো হয়েছে।

* আয়করে ছাড় কেন্দ্রের

এদিন বাজেটে বলা হয়েছে, সাত লক্ষ টাকা পর্যন্ত যাদের বার্ষিক আয় তাদেরকে কোনরকম আয়কর দিতে হবে না। এই উর্ধ্বসীমাটা আগের বছর পর্যন্ত ৫ লক্ষ টাকা ছিল। তবে বার্ষিক যারা ৯ লক্ষ টাকা পর্যন্ত আয় করছেন তাদেরকে ৪৫ হাজার টাকা কর দিতে হবে এক্ষেত্রে আয়কর কমানো হয়েছে ২৫ শতাংশ। তবে অর্থমন্ত্রী জানিয়েছেন এটা নতুন আয়কর ব্যবস্থায় কার্যকর।
যিনি বার্ষিক ১৫ লক্ষ টাকা আয় করেন তাকে আয়কর হিসেবে দিতে হবে দেড় লক্ষ টাকা। যেখানে পূর্বে তাকে দিতে হতো ১ লক্ষ ৮৭ হাজার টাকা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version