LPG Price Hike: বছর শুরুতেই বড় ধাক্কা, দাম বাড়ল এলপিজি গ্যাসের!

।। প্রথম কলকাতা ।।

LPG Price Hike: নতুন বছরের( New Year) শুরুতেই আমজনতা পেল বিশাল ধাক্কা। বছরের প্রথমটাই শুরু হল এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি(LPG Price Hike) দিয়ে। তেল আর গ্যাস এমন জিনিস যার দাম বাড়লে সরাসরি প্রভাব পড়বে মূল্য বৃদ্ধিতে। অনেকে মনে করছেন, বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম চড়া থাকার কারণে গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে। যদিও ১৪.২ কেজির সিলিন্ডারের দাম বাড়েনি। রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ১০৭৯ টাকাতেই রয়েছে। কিন্তু দাম বেড়েছে এলপিজি বাণিজ্যিক সিলিন্ডারের। যার কারণে প্রমাদ গুনছেন হোটেল,রেস্তোরাঁর মালিকরা।

বিশেষজ্ঞরা মনে করছেন, একদিকে রাশিয়া- ইউক্রেনের যুদ্ধে জের(Russia-Ukraine Conflict), অপরদিকে শীতকাল, এই দুয়ের মিলেমিশে গ্যাসের দাম বেড়েছে। প্রায় সাত মাস পরে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বৃদ্ধি ভালো চোখে দেখছেন না অনেকেই। এর প্রভাব পড়তে পারে খুচরো বাজারে। কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডার কিনতে গেলে আপনাকে ২৫ টাকা বেশি খরচ করতে হবে। নতুন দাম অনুযায়ী ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডার পাওয়া যাচ্ছে ১৮৭০ টাকায়। তেল সংস্থা সূত্রের দাবি অনুযায়ী, এলপিজির উপাদানের দাম বেড়েছে। এছাড়াও তেল সংস্থা গুলির খরচ আগের থেকে অনেকটা বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি শীতকালে গ্যাসের চাহিদা একটু বেশি থাকে। যার কারণে অন্যান্য ঋতুর তুলনায় এই সময়ে একটু দাম বাড়ে। যেহেতু বিশ্ববাজারে অশোধিত তেলের দাম উত্তরোত্তর বেড়েই চলেছে, তাই তেল সংস্থা গুলির আর্থিক বোঝা বাড়ছে।

শুধু কলকাতা নয়, বহু শহরে বছরের প্রথম দিনে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে। আপাতত ঘরোয়া সিলিন্ডারের দাম একই রয়েছে। নতুন বছরে অনেকেই আশঙ্কা করছেন, এর কারণে মধ্যবিত্তের পকেটের টান পড়তে পারে। ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম দিল্লিতে পাবেন ১৭৬৯টাকায়। আগে যেটি পেতেন ১৭৪৪ টাকায়। মুম্বাইতে দাম ছিল ১৬৯৬ টাকা, তা বেড়ে হয়েছে ১৭২১ টাকা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version