।। প্রথম কলকাতা ।।
Nitin Gadkari : ১৫ বছরের বেশি পুরনো নয় লক্ষ সরকারি গাড়ির আগামী এপ্রিল মাস থেকেই রাস্তায় চলাচল নিষিদ্ধ করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ির (Nitin Gadkari) জানিয়েছেন, ১ এপ্রিলের পর থেকে ১৫ বছরের বেশি পুরনো গাড়ি গুলি রাস্তায় চলবে না। তাদের জায়গায় নতুন গাড়ি আনা হবে । কেন্দ্রীয় এবং রাজ্য সরকার, পরিবহন কর্পোরেশন এবং পাবলিক সেন্টার এন্টারপ্রাইজগুলিতে এই গাড়িগুলি বর্তমানে নিযুক্ত রয়েছে। শিল্প সংস্থা এফআইসিসিআই-এর একটি অনুষ্ঠানের বক্তৃতা দিতে গিয়ে গড়কড়ি বলেন, সরকার ইথানল, মিথানল, বায়ো সিএনজি, বায়ো এলএনজি দ্বারা চালিত গাড়ির ব্যবহার করবে ।
সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী জানান, কেন্দ্র সরকার বর্তমানে ১৫ বছরের বেশি পুরনো ৯ লক্ষ যানবাহনকে জঞ্জালে রূপান্তর করার অনুমোদন দিয়েছে (Vehicle Scrapped Policy)। এছাড়াও সড়ক দূষণকারী বাস ও গাড়ি চলাচল নিষিদ্ধ করে সেগুলির পরিবর্তে নতুন যানবাহন চলাচলের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এতে বায়ু দূষণ অনেকটাই কমবে, এমনটাই জানান তিনি।
বাতিল হবে গাড়ির রেজিস্ট্রেশন
সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের তরফ থেকে সম্প্রতি যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তা অনুসারে, সমস্ত ১৫ বছরের পুরনো কেন্দ্রীয় ও রাজ্য সরকারের যানবাহনের নিবন্ধন ১ এপ্রিল থেকে বাতিল করা হবে। আর সেই তালিকায় রয়েছে পরিবহন কর্পোরেশন ও সরকারি খাতে ব্যবহৃত যানবাহনও। তবে সেই বিজ্ঞপ্তিতে এটাও বলা হয়েছে যে, দেশের প্রতিরক্ষা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষার কাজে যে সকল যানবাহন গুলি ব্যবহার করা হয় তার উপরে এই নির্দেশ লাগু হবে না।
উল্লেখ্য, কেন্দ্রীয় বাজেট ২০২১-২২ এ ঘোষিত নীতি অনুযায়ী ব্যক্তিগত যানবাহনের ক্ষেত্রে কুড়ি বছর পরে এবং বাণিজ্যিক যানবাহনের ক্ষেত্রে ১৫ বছর পরে ফিটনেস পরীক্ষা করাতে হয়। ২০২২ এর ১ এপ্রিল থেকে কার্যকর নতুন নীতির অধীনে কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলিতে ১৫ বছরের পুরনো গাড়ি বাতিল করার পর যে সকল নতুন গাড়ি গুলি কেনা হবে তার উপরে ২৫ শতাংশ রোড ট্যাক্সে ছাড় দেওয়া হবে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম