Mizoram Stone Quarry: মিজোরামের খাদানে ভয়াবহ ধসে মৃত ৮ শ্রমিক, এখনও নিখোঁজ ৪

।। প্রথম কলকাতা ।।

Mizoram Stone Quarry: মিজোরামে (Mizoram) পাথরের খাদানে আচমকাই ধস। যার জেরে মৃত্যু হয়েছে আটজনের। আরও বেশ কয়েকজন এখনও ধ্বংসস্তূপের নীচে আটকে রয়েছেন বলে অনুমান উদ্ধারকারীদের। সোমবারে ধস (Stone Quarry) নামার ঘটনাটি ঘটেছে। মঙ্গলবার সকালেও উদ্ধারকাজ চলছে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, এখনও ৪ জন শ্রমিক নিখোঁজ। খাদানে চাপা পড়েছিলেন মোট ১২ জন শ্রমিক তারা সকলেই বিহারের বাসিন্দা ছিলেন বলে জানা গিয়েছে। নিখোঁজ ৪ শ্রমিকের খোঁজে এখনও তল্লাশি চালানো হচ্ছে । ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া।

ঘটনাটি ঘটেছে আইজল শহর থেকে প্রায় ১৬০ কিলোমিটার দক্ষিণে হানথিয়াল জেলার পাথর খাদানে। মধ্যাহ্নভোজ সেরে এসে কাজ করতে নেমেছিলেন যখন সবাই সেই সময়ই ধস নামে। তাতেই আটকে পড়েন ১২ শ্রমিক। বোল্ডার তৈরির জন্যই খাদান থেকে পাথর ভাঙার কাজ চলছিল। শ্রমিকদের পাশাপাশি পাঁচটি হিটাচি এক্সকাভেটর ও অন্যান্য ড্রিলিং মেশিন ধসের নিচে চাপা পড়ে গিয়েছে এই ঘটনায়।

ঘটনার খবর পেতেই উদ্ধারকাজে হাত লাগায় জাতীয় বিপর্যয় মোকাবিলা দল। রাজ্য বিপর্যয় মোকাবিলা বিভাগ, বিএসএফরাও উদ্ধারকাজে হাত লাগায়।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version