Train Accident: করমন্ডল এক্সপ্রেসের প্রায় সব কামরা বেলাইন! মারাত্মক দুর্ঘটনা

।। প্রথম কলকাতা ।।

Train Accident: ওড়িশার বালেশ্বরের কাছে দুর্ঘটনা চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসের।দুর্ঘটনার জেরে করমণ্ডল এক্সপ্রেসের ইঞ্জিন উঠে যায় মালগাড়ির ওপরে।শালিমার থেকে চেন্নাই যাওয়ার পথে দুর্ঘটনার কবলে করমণ্ডল এক্সপ্রেস। মালগাড়ি-করমণ্ডল এক্সপ্রেস মুখোমুখি সংঘর্ষ। আহত বেশ কয়েকজন যাত্রী, বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বালেশ্বরের বাহানাগা বাজার স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে করমণ্ডল এক্সপ্রেস। ৩টি কামরা বাদে করমণ্ডল এক্সপ্রেসের সমস্ত বগি লাইনচ্যুত।বহু যাত্রী আহত হয়েছেন বলে খবর। বাড়ছে মৃতের সংখ্যা।

হাওড়ার শালিমার স্টেশন শুক্রবার দুপুরে ট্রেনটি ছাড়ে।
দুপুর ৩টে ১৫ মিনিট নাগাদ শালিমার স্টেশন থেকে ছাড়ে ১২৮৪১ আপ করমণ্ডল এক্সপ্রেস। পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর স্টেশন ছাড়ে বিকেল সওয়া ৫টায়।সন্ধ্যে সাড়ে ৬টা নাগাদ ট্রেনটি পৌঁছয় বালেশ্বরে। বাহানগা বাজারের কাছে দুর্ঘটনার কবলে পড়ে ২৩ কামরার ট্রেনটি।দুর্ঘটনা সংক্রান্ত খবরাখবরের জন্য হাওড়ায় খোলা হয়েছে কন্ট্রোল রুম।

স্থানীয় সূত্রের খবর, করমণ্ডল এক্সপ্রেস ধাক্কা মারে একটি মালগাড়িতে। এর ফলে করমণ্ডল এক্সপ্রেসের প্রথম তিনটি কামরা বাদে সবকটি কামরাই লাইন থেকে ছিটকে পড়ে। দুর্ঘটনার অভিঘাত এতটাই বেশি ছিল যে করমণ্ডল এক্সপ্রেসের ইঞ্জিনটি মালগাড়ির উপর উঠে গিয়েছে।
সিগনালে ত্রুটি না কি চালকের ভুল ? কোন কারণে এত যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে পড়ল করমণ্ডল এক্সপ্রেস, তা জানার চেষ্টা চালাচ্ছে রেল।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version