Mumbai Measles Outbreak: হামে প্রাণ কাড়ল ৮ মাসের শিশুর, মুম্বইয়ে মৃতের সংখ্যা বেড়ে ১২

।। প্রথম কলকাতা ।।

Mumbai Measles Outbreak: এবার হামের কারণে মুম্বইয়ে ৮ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিএমসির পক্ষ থেকে জানানো হয়েছে, এই বছর এখনও পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আক্রান্তের সংখ্যা ২৩৩। দিন দিন বাণিজ্য নগরীতে মহামারীর আকার ধারণ করছে এই হাম।

দ্য ওয়াল থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন জানিয়েছে, এদিন যে শিশুটি মারা গিয়েছে সে গত এক মাস ধরেই জ্বর, সর্দি, কাশিতে ভুগছিল। এরপরই তাঁর সারা শরীরে ফুসকুড়ি দেখা দেয়। প্রথমে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। তারপর তাঁকে নিয়ে যাওয়া হয় কস্তুরবা হাসপাতালে। কিন্তু তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। ভেন্টিলেশনে রাখা হলেও, শেষ রক্ষা হয়নি। চিকিৎসকদের বক্তব্য, শিশুটি হামের প্রতিষেধক নেননি।

উল্লেখ্য, হামে প্রথমে জ্বর, সর্দি, কাশি হয় ও সারা শরীর ব্যথা করতে থাকে। তারপর লালচে র‌্যাশ বের হতে শুরু করে সারা গায়ে। এর প্রাথমিক লক্ষণ হল জ্বর। আর সেইসঙ্গে সর্দি, হাঁচি লেগে থাকে। অনবরত চোখ দিয়ে জল পড়ে, চোখের পাতা ফুলে যায়, এরপর ধীরে ধীরে মুখের ভেতর দানা দানা ভাব দেখা যায়। আস্তে আস্তে তা গোটা শরীরে ছড়িয়ে যায়। পাঁচ থেকে সাত দিনের মধ্যে হালকা বাদামি হতে থাকে র‌্যাশগুলি। সব মিলিয়ে মোটামুটি ৭ থেকে ১০ দিন এই রোগে ভুগতে হয়। কিন্তু বিগত কয়েক মাসে হামের প্রকোপ বেড়েছে মহারাষ্ট্রে।

স্বাস্থ্যমন্ত্রী ডঃ তানাজি সাওয়ান্ত জানিয়েছেন, দক্ষিণ মুম্বইতে হামের প্রকোপ সবচেয়ে বেশি। আক্রান্ত হচ্ছে শিশুরা। এরইসঙ্গে ঝাড়খণ্ড, আহমেদাবাদ, কেরলে হামে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। এই মুহূর্তে কোন কোন এলাকায় শিশুদের হামের প্রতিষেধক দেওয়া হয়নি? তা নিয়ে খোঁজ চলছে। সেইসঙ্গে খতিয়ে দেখা হচ্ছে, কোন কোন রাজ্যে হামের প্রকোপ বাড়ছে? এই ভ্যাকসিন ৯ মাসের বাচ্চাদের দেওয়া হয়। এরপর এম এম আর ভ্যাকসিন দিলে এই রোগ আর হয় না। কিন্তু মুম্বইতে এই রোগের প্রকোপ ক্রমে বেড়েই চলেছে, যা চিন্তার বিষয় হয়ে উঠেছে সকলের কাছে।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version