Narendra Modi: ৭১ হাজার নিয়োগপত্র বিলি এক দিনেই! মোদীর ভরসা তরুণ প্রজন্ম

।। প্রথম কলকাতা ।।

Narendra Modi: মঙ্গলবার ৭১ হাজার জনকে নিয়োগপত্র দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিডিও কনফারেন্সের মাধ্যমে নবনিযুক্ত নিয়োগপ্রাপ্তদের উদ্দেশ্যে ভাষণ দেন নমো। এদিন শিক্ষক, নার্স, নার্সিং অফিসার, ডাক্তার, ফার্মাসিস্ট সহ অন্যান্য কারিগরি ও প্যারামেডিক্যাল পদের মতো একাধিক পদের জন্য নিয়োগ করা হয়েছে। কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি পূরণের পথেই ‘রোজগার মেলা’ একটি পদক্ষেপ।

তবে গুজরাট এবং হিমাচলের কোনও জায়গাকে আজকের অনুষ্ঠানের জন্য অন্তর্ভুক্ত করা হয়নি। এদিন ভাষণে চাকরিপ্রার্থীদের ‘দেশের সারথি’ বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। সেইসঙ্গে জানিয়েছেন, বিশ্ব যখন সংকটে ডুবতে চলেছে তখন শীর্ষস্থানে পৌঁছানোর সুবর্ণ সুযোগ রয়েছে ভারতের কাছে। আর তার জন্য সবচেয়ে ভরসার জায়গা দেশের তরুণ প্রজন্ম। প্রধানমন্ত্রীর কথায়, মহামারী এবং যুদ্ধের মধ্যে সারা বিশ্বের তরুণরা সেভাবে সুযোগ পায়নি। কিন্তু প্রধানমন্ত্রীর সরকারের পক্ষ থেকে কর্মসংস্থানকে এবার সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে এই কাজ করা হচ্ছে। যার দরুন প্রচুর কর্মসংস্থান তৈরি হবে এবং এর ফলে দেশের লাভ হবে।

গত অক্টোবরেই ৭৫ হাজার নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছিল চাকরিপ্রার্থীদের হাতে। চলতি বছর জুনে নমো বিভিন্ন সরকারি দফতরকে নির্দেশ দিয়েছিলেন আগামী দেড় বছরের মধ্যে ১০ লক্ষ নিয়োগ করতে হবে। আর তারই অঙ্গ হিসেবে ‘রোজগার মেলা’র মাধ্যমে সরকারি দফতরের শূন্য পদ ভরাট চলছে। বর্তমানে বেকারত্ব একটি গুরুত্বপূর্ণ ইস্যু। এই নিয়ে বিরোধীদের চাপের মুখে পড়তে হচ্ছে প্রধানমন্ত্রী নেতৃত্বাধীন সরকারকে। ২০১৪-তে ক্ষমতায় আসেন নরেন্দ্র মোদী। তিনি দাবি করেছিলেন, প্রতি বছর লক্ষাধিক কর্মসংস্থান তৈরি করবেন। কিন্তু তা যখন তলানিতে তখন সেই প্রতিশ্রুতিকেই তাঁর বিরুদ্ধে অস্ত্র করে তুলছে বিরোধীরা। তরুণ সম্প্রদায়ের চাকরি না থাকা যে দেশের জন্য ভালো না, তা নিয়ে কোনও দ্বিমত নেই। এদিন ৭১ হাজার জনকে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version