Mukesh Ambani: মুকেশ আম্বানির বাড়িতে ৬০০ কাজের লোক! বেতন জানলে চোখ কপালে উঠবে

।। প্রথম কলকাতা ।।

Mukesh Ambani: মুকেশ আম্বানির বাড়িতে ৪ জনের জন্য ৬০০ কাজের লোক। যাদের জীবন কোটিপতির থেকে কম নয়। রাঁধুনিদের ছেলেমেয়েদের বিদেশে পড়ান মুকেশ আম্বানি। যা মাইনে দেন বড় চাকরিকেও হার মানাবে। যে কোনও দেশের খাবার চোখের পলকে বানিয়ে তাক লাগিয়ে দেবে। কী খেতে ভালোবাসেন‌ মুকেশ- নীতা? জানেন? কর্মীদের মাথায় তুলে রাখেন। আম্বানিদের বাড়ির এই কাজের লোক আজ বলিউডের নায়িকা।

বেশি তেল-ঝাল দেওয়া মশলাদার খাবার একদমই পছন্দ নয় মুকেশ-নীতার। গুজরাটি খাবার মুকেশ আম্বানি খেতে ভীষণ ভালোবাসেন। চাপাটি, ডাল এমনকী ভাত খান নাকি রিলায়েন্সের কর্ণধার। আর এই সহজ রান্না প্রতিদিন যাঁরা করেন তাঁদের নাকি মাসে ২ লক্ষ টাকা মাইনে দেন আম্বানিরা। তাদের আদব-কায়দাও একদম অন্যরকম। মুম্বইয়ে অম্বানীদের বিলাসবহুল বাড়ি। সেই অ্যান্টিলিয়ায় রাঁধুনিদের থাকার জন্য আলাদা ঘর রয়েছে।

অম্বানী পরিবার যে সব পাত্রে খানাপিনা করে, সেগুলির মূল্যও কোটি টাকার বেশি। তাই ১৫ হাজার কোটি টাকা মূল্যের বাড়ি অ্যান্টিলিয়ার দায়িত্বে থাকা কর্মীদেরও মাসিক বেতন ২ লক্ষ টাকা। সেই তালিকার মধ্যে রয়েছেন সাফাইকর্মী থেকে শুরু করে নিরাপত্তারক্ষীরাও। অবাক হচ্ছেন?

লোভনীয় বেতনের পাশাপাশি। আম্বানি পরিবারের তরফে তাঁদের স্বাস্থ্যবীমাও করে দেওয়া হয়েছে। এছাড়া তাঁদের সন্তানদের পড়াশোনার জন্যও আম্বানি পরিবারের তরফ থেকে মোটা অঙ্কের টাকা দেওয়া হয়। এমনকী আম্বানিদের রাঁধুনিদের সন্তানরা প্রত্যেকেই আমেরিকায় পড়াশোনা করেন। তাদের পড়ানোর দায়িত্ব আম্বানিদেরই। একেক রাঁধুনির জন্য আলাদা আলাদা গাড়ির ব্যবস্থা রয়েছে। তবে এটাও ঠিক অম্বানিদের রাঁধুনিরা যে সে রাঁধুনি নন। যে কোনও ধরনের রান্না করতে তাঁরা পারদর্শী। মনপসন্দ খাবার তৈরি করে দিতে পারেন নিমেষে। একাধিক ভাষায় কথা বলতে সাবলীল, প্রত্যেকে উচ্চশিক্ষিত।

কথায় বলে কার কখন ভাগ্য খুলে যায় বলা যায় না, আর যার ভাগ্য যদি সাথে থাকে তাহলে তো আর কথাই নেই। ঠিক এমনটা হয়েছিল মুকেশ আম্বানির বাড়ির এক সদস্যের সাথে। মুকেশ আম্বানির বাড়ির এই পরিচারিকা আজ বলিউডের বড় নায়িকা! শোনা যায়, অনেকেই হয়তো জানেন না মুকেশ আম্বানির ভাই অনিল আম্বানির বিয়ের সময় খাবার পরিবেশনের কাজ করা এক মেয়ে আজ বলিউডের অভিনেত্রী। সেই সময় অভিনেত্রীর বয়স ছিল মাত্র ১০ বছর। অনিল আম্বানি ও টিনা মুনিমের বিয়ের সময় মাত্র ৫০ টাকার জন্য খাবার পরিবেশনের কাজ করেছিলেন অভিনেত্রী। তবে এরপর নিজের অভিনয় ও নাচের দক্ষতা দিয়ে বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন। আম্বানির পরিবারে রান্নার কাজ করা এই মহিলা আজ বলিউডের ড্রামা কুইন নাম পরিচিত। এবার চিনতে পেরেছেন নিশ্চই। তিনি আর কেউ নন বি টাউনের অভিনেত্রী রাখি সাওয়ান্ত আসলে যাকে আজ রাখি সাওয়ান্ত নামে সকলে চেনেন। তাঁর আসল নাম নীরু ভেদ। গরিব পরিবারেই জন্ম অভিনেত্রীর। তাই রোজগারের জন্য তাকে আম্বানিদের বাড়িতে কাজ করতে হয়েছিল বইকি। এই গণমাধ্যমে এমনই তথ্য দাবি করা হয়েছে।

মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি শাড়ি পরেন ৪০ লক্ষ টাকার।তাদের সংস্থার কর্মচারীকে উপহার দেন ১৫০০ কোটি টাকার বাড়ি। সন্তানদের বিয়েতেও হাজার হাজার কোটি টাকা খরচ করেন। সেখানে বাড়ির পরিচারিকারা রাজীার হালে থাকবেন এটাই স্বাভাবিক। বলছেন নেটিজেনরা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version