SSC CHSL Recruitment 2022: ৪৫০০ শূন্য পদ! নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ স্টাফ সিলেকশন কমিশনের

।। প্রথম কলকাতা ।।

SSC CHSL Recruitment 2022: স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে সম্মিলিত উচ্চ মাধ্যমিক স্তরের (CHSL 10+2) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২০২২ এর ৬ ডিসেম্বর এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্টাফ সিলেকশন কমিশন। একাধিক পদে কয়েক হাজার কর্মী নিয়োগের জন্য শূন্য পদ প্রকাশ করা হয়েছে। এসএসসি সিএইচএসএল নিয়োগ ২০২২ এ সম্পূর্ণ হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা ও দক্ষতা যাচাইয়ের মাধ্যমে।

* কোন কোন পদের জন্য নিয়োগ করা হবে ?

১.ডেটা এন্ট্রি অপারেটর
২.নিম্ন বিভাগীয় ক্লার্ক
৩.আদালত কেরানি
৪.ডাক সহকারী এবং অন্যান্য সহকারী

* বয়সসীমা : প্রার্থীদের বয়স ১ জানুয়ারি ২০২২ অনুযায়ী ১৮ থেকে ২৭ এর মধ্যে হতে হবে

* শিক্ষাগত যোগ্যতা : উল্লেখিত পদগুলিতে চাকরির জন্য আবেদনকারীকে অবশ্যই দ্বাদশ শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে।

* শূন্য পদ : উল্লেখিত পদগুলিতে মোট ৪ হাজার ৫০০ জনকে নিয়োগ করা হবে।

* আবেদনের শেষ তারিখ : ৬ ডিসেম্বর থেকে আবেদন প্রক্রিয়ায় শুরু হয়েছে। আগ্রহী চাকরির প্রার্থীরা ৪ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন পত্র জমা দিতে পারবেন। আবেদনপত্র কোনরকম ভুলত্রুটি থাকলে তা সংশোধন করার সুযোগ পাবেন ৯ এবং ১০ জানুয়ারি

* পরীক্ষা : এসএসসি সিএইচএসএল টিয়ার ১ পরীক্ষা ২০২৩ সালের ফেব্রুয়ারি-মার্চ মাস নাগাদ অনুষ্ঠিত হবে। টিয়ার ২ পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

* আবেদন ফি : আবেদনের মূল্য ১০০ টাকা। তবে মহিলার চাকরিপ্রার্থী, তফশিলি জাতি, তফশিলি উপজাতি, প্রতিবন্ধী ব্যক্তি, প্রাক্তন সৈনিকদের জন্য কোনরকম আবেদন ফি লাগবে না।

* কীভাবে আবেদন করবেন?

১. সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইট ssc.nic.in-এ যান।

২. হোম পেজে গিয়ে অ্যাপ্লাই ট্যাব ক্লিক করুন এরপর ক্লিক করুন সি এইচ এস এল

৩. যে আবেদন পত্রটি আসবে সেটি সম্পূর্ণ তথ্য দিয়ে পূরণ করুন

৪. সমস্ত প্রয়োজনীয় নথি স্ক্যান করে আপলোড করুন

৫. আবেদন ফি জমা করুন

৬. সাবমিট করুন ফর্মটি এবং একটি প্রিন্ট আউট বের করে নিননিন

বিস্তারিত তথ্য পেতে অবশ্যই ভিজিট করুন অফিশিয়াল ওয়েবসাইট ssc.nic.in।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version