Bikini: ৩৫০০ বছরের পুরনো পোশাক ‘বিকিনি ‘! কী কারণে এটি ব্যবহার হত জানেন?

।। প্রথম কলকাতা ।।

Bikini: ৩৫০০ বছরের পুরনো পোশাকে লাস্যময়ী সুন্দরীরা। টলি থেকে বলিউড নানা কাটের বিকিনিতে হটনেসে ভরপুর। জানেন কি বিকিনির আবিষ্কার কে করেছিলেন? সমুদ্রের পাড়ে রোদ পোহাতে এই পোশাকটিই বেছেছিলেন এক বিশেষ দেশের বাসিন্দারা। সমুদ্র মানেই সান বাথ। জানেন এর উপকারিতা ঠিক কতটা? বিকিনি পরে ছুটি কাটাতে বেছে নিচ্ছেন বিদেশের কোনও দ্বীপ? কিন্তু পারফেক্ট বিকিনি বিচ তো আছে আমাদের দেশেই।

সমুদ্র ভ্রমণ মানেই সানবাথ, বিচে হাত পা ছড়িয়ে হারিয়ে যাওয়ার মুহূর্ত। মালদ্বীপ থেকে গোয়া স্বল্পবাসের পোশাকে সমুদ্রের নীল জলে গা ভাসাতে বিকিনিই প্রথম পছন্দ নায়িকা থেকে ফ্যাশনিস্তাদের। কিন্ত জানেন ? বিকিনি হালের ফ্যাশন নয়। ৩৫০০ বছর আগেও মহিলারা পরতেন এই পোশাক। সেই বিকিনি দেখে চমকে উঠেছিলেন বিজ্ঞানীরা। একটি প্রাচীন রোমান দুর্গের দেওয়াল ভাস্কর্যে বিকিনি পরে রয়েছেন প্রাচীন রোমান নারীরা। রোমানা ডেল ক্যাসেল দুর্গটি বর্তমানে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তাছাড়াও রোমান দেবী ভেনাসের বিকিনি পরে থাকার প্রমাণ খুঁজে পেয়েছেন প্রত্নতত্ত্ববিদরা। তাহলে বুঝতে পারছেন তো ? সেই আদি যুগ থেকে বিকিনির রমরমা শুরু। বিকিনি নিয়ে নানাজনের নানা মত। স্বল্পবাসের এই পোশাককে অনেকই খারাপ নজরে দেখেন।

বিকিনির আবিষ্কারক কে? কোন দেশেরই বা পোশাক?

সেনাদের ইউনিফর্ম তৈরির জন্য কেনা অব্যবহৃত কাপড় দিয়ে টু-পিস সুইমস্যুট তৈরি করেছিলেন ফরাসি ইঞ্জিনিয়ার লুই রিওয়ার্ড। প্রশান্ত মহাসাগরের দ্বীপ বিকিনি অ্যাটলেতে তখন মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক পরীক্ষার মহরা চলছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেই দ্বীপের নামেই পোশাকটির নাম রাখেন বিকিনি। ফ্রান্সের মহিলারাই বেশিরভাগ পরতেন। পরে বিকিনি বাজারে নিয়ে আসেন ফরাসি ফ্যাশন ডিজাইনার জ্যাকুইস হেইম ১৯৪৬ সালে। সে সময় রীতিমতো ভাইরাল হয়েছিল এই পোশাক। সাধারণত গরমকালে আর সাঁতার কাটার সময় বিকিনি পরা হত সেসময়ে।

কষ্ট করে ভোরবেলা উঠে জিমে গিয়ে ঘাম ঝরিয়ে ফাটাফাটি ফিগারটা বানিয়েছেন বিকিনি পরবেন বলে? বিচে গিয়ে ছবি তুলেই মন বিন্দাস। কিন্তু সময় করে সান বাথটাও নিতে ভুলবেন না। নীল সমুদ্র সৈকতে বিকিনিতে স্বচ্ছন্দ বিদেশিনীরা গা এলিয়ে রোদ লাগান। তার কারণটা কি জানেন? সান বাথ মানে গায়ে রোদ লাগানো। সকলেই জানেন ভিটামিন ডি-হাড়ের স্বাস্থ্য ভালো রাখে। ওজন নিয়ন্ত্রণ থেকে ভালো ঘুম। আপনার মেজাজ ফুরফুরে করতে তাই সান বাথের তুলনা নেই।

বিকিনি পরে ছুটি উপভোগ করতে চাইছেন ? বিদেশে যেতে হবে না। ভারতের এই সমুদ্র সৈকতগুলিতে নির্ভয়ে বিকিনি পরতে পারেন। গোয়ার বেনৌলিম বিচকে নিয়ে খুব কম মানুষই জানেন। এটি শহর থেকে বেশ কিছুটা দুরেই নির্জন সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করতে পারবেন এখানেই। কেরলের ভার্কালা বিচে যেতে পারেন। আরব সাগরের পাড়ে বিকিনিতে ফটোশ্যুটের সেরা জায়গা। এছাড়াও সমুদ্র তীড়ে বালিতে আরাম করতে চাইলে যেতে পারেন কর্নাটকের ওম বিচে।

আদি যুগ থেকেই নারীদের পোশাক হিসেবে বিকিনির চল ছিল। তবে সে যুগ আর এ যুগে মেয়েদের বিকিনি পরার কারণ অনেকটাই বদলে গিয়েছে। সাড়ে তিন বা চার হাজার বছর পেরিয়ে পোশাক একই রয়েছে। কিন্তু পোশাকের ধরণ আর পরার কারণ বদলেছে অনেকটাই।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version