Parliament Update: বিরোধীদের প্রতিবাদের জেরে উত্তাল লোকসভা, সাসপেন্ড অধীর সহ ৩১ সাংসদ

।। প্রথম কলকাতা ।।

Parliament Update: শীতকালীন অধিবেশনের বাকি সময়ের জন্য লোকসভা থেকে সাসপেন্ড কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী সহ ৩১ সাংসদ। গোটা শীতকালীন অধিবেশনের জন্য বহিষ্কার করা হল তাঁদের। সাসপেন্ড করলেন স্পিকার ওম বিড়লা। সেই তালিকায় রয়েছেন সৌগত রায় (Sougata Roy), কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee), অপরূপা পোদ্দার-সহ তৃণমূলের (TMC) ৯ সাংসদ। আজ অধিবেশনের শুরু থেকে হই হট্টগোল শুরু হয়। আজ লোকসভায় কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি, ইলেকট্রনিক্স এবং টেলিযোগাযোগ মন্ত্রী অশ্বিনী বৈষ্ণ পেশ করেছেন টেলিকম বিল। বিল পেশের সময়ও একই ছবি দেখা যায়। বিল নিয়ে আলোচনার সময় বারবার বিরোধী সাংসদরা নিজের আসন থেকে উঠে চলে আসেন।

প্রসঙ্গত, গত ১৩ ডিসেম্বর সংসদে দুই যুবক প্রবেশ করেছিল হাতে ক্যানিস্টার নিয়ে। সংসদের কক্ষে তারা হলুদ ধোঁয়ায় চারিদিক ছেয়ে ফেলে। এভাবে সংসদের ভিতর বহিরাগতদের অনুপ্রবেশ নিয়ে নিরাপত্তা ইস্যুতে কেন্দ্রকে তোপ দাগতে দেখা যায় বিরোধীদের।

উল্লেখ্য, এর আগে সংসদ থেকে ১৪ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। সংসদে তাণ্ডবের ঘটনায় বিরোধীরা স্লোগান তুলে প্রতিবাদে দেখতে থাকেন। ডেরেক সহ বহু সাংসদ রাজ্যসভায় ওয়েলে নেমে বিক্ষোভ দেখতে থাকেন । তারপরই আচরণগত কারণে ডেরেক ও ব্রায়ানকে রাজ্যসভা থেকে চলতি অধিবেশনের বাকি দিনের জন্য সাসপেন্ড করা হয়। এছাড়াও গত বৃহস্পতিবার লোকসভা থেকে সাসপেন্ড করা হয়েছে ১৩ জন সাংসদকেও। চলতি অধিবেশনে সংসদের দুই কক্ষ মিলিয়ে ৪৭ জন সাংসদ সাসপেন্ড হলেন। তাঁদের মধ্যে প্রায় সকলেই সংসদের নিরাপত্তা লঙ্ঘন প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জবাবদিহি চেয়েছিলেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version